#সাউদাম্পটন: অধিনায়ক হিসেবে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বোলিং চেঞ্জ থেকে ফিল্ড প্লেসমেন্ট, বুদ্ধির ছাপ ছিল সবেতেই। কিন্তু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষায় ব্যাটসম্যান হিসেবে ডাহা ফেল বিরাট কোহলি। দুই ইনিংস মিলিয়ে করেছেন ৫৭ রান। দুবারই জেমিসনের বলে উইকেট দিয়েছেন। কিন্তু ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলতে চেয়েছেন, ' এটা শুধু একটা দল নয়, একটা পরিবার। আমরা সামনে লক্ষ্য রাখছি '। সামনে অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের কথাই বলতে চেয়েছেন ভারত অধিনায়ক।
This isn’t just a team. It’s a family. We move ahead. TOGETHER pic.twitter.com/E5ATtCGWLo
— Virat Kohli (@imVkohli) June 24, 2021
২০২১ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীর চুক্তি রয়েছে বিসিসিআই-এর সঙ্গে। তবে তার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে নিউ জিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর শাস্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যোগ্য দলই এই পরিস্থিতিতে জিতেছে। বিশ্বকাপের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পর যোগ্য দলই সেটা পেল। বড় কিছু এত সহজে পাওয়া যায় না। এ যেন তারই আদর্শ উদাহরণ। দারুণ খেলল নিউ জিল্যান্ড। ওদের সম্মান প্রাপ্য। শাস্ত্রীর এমন পোস্টের পর সমর্থকদের রাগ যেন আরও বেড়েছে।
অধিনায়ক বিরাট কোহলি এখন যাই বলবেন সেটাই অজুহাত মনে হবে। ভারতে ক্রিকেট একটা ধর্ম। টেস্ট সেই ধর্মের সবচেয়ে কঠিন প্লাটফর্ম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট ক্রিকেটের বিশ্বকাপের সমান। তাই সোশ্যাল মিডিয়ায় অধিনায়ক এবং কোচ সমর্থকদের সমালোচনার শিকার হবেন তাতে অন্যায় কিছু নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Virat Kohli