• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • India vs England| অস্ট্রেলিয়ায় ইতিহাস! এই প্রথম T20 বিশ্বকাপের ফাইনালে ভারতের মহিলা দল

India vs England| অস্ট্রেলিয়ায় ইতিহাস! এই প্রথম T20 বিশ্বকাপের ফাইনালে ভারতের মহিলা দল

Indian Women Cricket Team -- AFP Photo

Indian Women Cricket Team -- AFP Photo

এর আগে মহিলা টি২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের সবচেয়ে ভালো পারফর্ম্যান্স ছিল সেমিফাইনালে পৌঁছনো৷ এর আগের মহিলা টি২০ বিশ্বকাপে ভারত ইংল্যান্ডের কাছে ৮ ইউকেটে হেরে সেমিফাইনালে ছিটকে যায়৷

 • Share this:

  #সিডনি: অস্ট্রেলিয়ায় ইতিহাস! এই প্রথম টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারতের মহিলা ক্রিকেট দল৷ বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল বৃষ্টির জেরে বাতিল হয়ে যাওয়া গ্রুপ তালিকায় শীর্ষে থাকা হরমনপ্রীত কউরের দল সরাসরি পৌঁছে গেল ফাইনালে৷ গ্রুপ এ-তে ভারতীয় ৪টি ম্যাচ জিতে ৮ পয়েন্টে শীর্ষে ছিল৷ গ্রুপ বি-তে ইংল্যান্ডের ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট ছিল৷ তার জেরে পয়েন্টে এগিয়ে থাকা ভারতের ক্রিকেট দলই চলে গেল ফাইনালে৷

  এর আগে মহিলা টি২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের সবচেয়ে ভালো পারফর্ম্যান্স ছিল সেমিফাইনালে পৌঁছনো৷ এর আগের মহিলা টি২০ বিশ্বকাপে ভারত ইংল্যান্ডের কাছে ৮ ইউকেটে হেরে সেমিফাইনালে ছিটকে যায়৷ আগামী ৮ মার্চ টি২০ বিশ্বকাপের ফাইনাল৷ দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যে জিতবে, ফাইনালে তাদেরই মুখোমুখি হবে ভারতীয় দল৷ যদিও দ্বিতীয় সেমিফাইনালেও ভিলেন হতে পারে বৃষ্টি৷ যদি দ্বিতীয় সেমিফাইনালও বৃষ্টির জেরে পণ্ড হয়, তা হলে গ্রুপ শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাই ফাইনালে পৌঁছে যাবে৷ সে ক্ষেত্রে ফাইনাল হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা৷

  এ দিন সিডনিতে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল দেখতে স্টেডিয়ামে ভিড় ছিল চোখে পড়ার মতো৷ কিন্তু সকাল থেকেই তুমুল বৃষ্টিতে টস-ও করা যায়নি৷ আইসিসি-র নয়া নিয়ম অনুযায়ী, অন্তত ১০ ওভার করে ম্যাচ করতেই হবে ফলাফলের জন্য৷ কিন্তু এ দিনের বৃষ্টি সে সুযোগও দেয়নি৷

  ফাইনালে বৃষ্টি হলে কী হবে? মেলবোর্নে ফাইনাল হবে৷ কিন্তু মেলবোর্নের আকাশেরও মুখ ভার৷ বৃহস্পতিবার সকাল থেকে চলছে হালকা বৃষ্টি৷ যদি রবিবার ফাইনালের দিন বৃষ্টি শুরু হয়, তা হলে সোমবার ম্যাচ হবে৷ সোমবারেও যদি বৃষ্টির জেরে ম্যাচ পণ্ড হয়, তা হলে দুই দলকেই যুগ্ম ভাবে বিশ্বকাপ জয়ী ঘোষণা করা হবে৷

  Published by:Arindam Gupta
  First published: