#শিলিগুড়ি: পুজো আনন্দে ভরিয়ে দেয়। দুর্গা পুজো অনেক কথা মনে করিয়ে দেয়। নিয়ে যায় ছেলেবেলায়। ফেলে আসা পুজোয়। শিলিগুড়ির শক্তিগড় দেখেছে তাঁর ছোটবেলা। দেখেছে রোদ্দুর মাখা মাঠে তাঁর দাপাদাপি। পুজো এলে এ পাড়ার পাপালির জীবনটাই পাল্টে যেত। তখন দিন-রাত চুটিয়ে আনন্দ। শক্তিগড়ের পাপালি। যিনি এখন তারকা। ক্রিকেট বিশ্ব যাকে চেনে ঋদ্ধিমান সাহা নামে।
নিউজ18 বাংলাকে ঋদ্ধি জানান, ‘‘ সাইকেলে ঘোরা ৷ বাঁশের প্যান্ডেলে চড়ার পাশাপাশি চাঁদা তুলতাম ৷ পুজোর দিনে তিন বার ড্রেস চেঞ্চ করতাম। এখন মিস করি। লাস্ট পুজো কাটিয়েছি ৯-১০ বছর আগে। সবার থেকে পাঁচ-দশ টাকা করে তুলতাম। বাজি ফাটাতাম ৷ অনেক দিন পরে যাচ্ছি গোটা পরিবার নিয়ে ৷ আগে ঘুরে ঘুরে ঠাকুর দেখতাম। এখন হয়তো ততটা পারব না। যতটা সম্ভব বন্ধু-পরিবারের সঙ্গে সময় কাটাব ৷ ’’
তিনি বিরাট ব্রিগেডের বড় ভরসা। চোটের জন্য এখন ভারতীয় ক্রিকেট দলের বাইরে। রিহ্যাব চলছে। তবে, সামনের ক’দিন পুজোর ছুটি। পুজো ঋদ্ধিকে পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দেয়। পাশের বাড়ির ছেলে তারকা হয়ে যাওয়ার পর, পাড়ার পুজোয় আসার বিশেষ সুযোগ পাননি। এ নিয়ে শক্তিগড় কিছুটা অভিমানী। কিন্তু, এবার পুজোয় ঋদ্ধি আসছেন শুনে সকলে মিলে দিন গুনছেন।
স্ত্রী ও ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে এবার পুজোয় শক্তিগড়ের ছেলেবেলা ছুঁয়ে দেখতে চান ঋদ্ধিমান সাহা।
ঋদ্ধির মেয়ের প্রশ্ন - কটা জামা হয়েছে ? ঋদ্ধির উত্তর - অনেক জামা হয়েছে। তবে তোমার থেকে কম।
রিপোর্টার: ঈরন রায় বর্মন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।