IPL Auction Live: রেকর্ড দামে স্টোকসকে কিনে নিল রাইজিং পুনে সুপারজায়ান্টস

Elina Datta | News18 Bangla
Updated:Feb 20, 2017 01:08 PM IST
IPL Auction Live: রেকর্ড দামে স্টোকসকে কিনে নিল রাইজিং পুনে সুপারজায়ান্টস
Elina Datta | News18 Bangla
Updated:Feb 20, 2017 01:08 PM IST

#বেঙ্গালুরু: পাঁচ তারিখ থেকে নতুন যুদ্ধ। শুরু হবে দশম আইপিএলের লড়াই। তার আগে বেঙ্গালুরুতে হাতুড়ির নীচে একাধিক তারকা। এই বছর দু’কোটি বেস প্রাইসের তালিকায় রয়েছে-শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ইংল্যান্ডে বেন স্টোকস, ক্রিস ওকস এবং ইয়ন মর্গ্যান, ভারতের ইশান্ত শর্মা, অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও প্যাট কামিন্স। দৌড়ে এগিয়ে দুই ইংরেজ বেন স্টোকস আর ইয়ন মর্গ্যান। ইতিমধ্যেই স্টোকসকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে কলকাতা।

এদিনের নিলামে রয়েছে ৩৫৭ জন খেলোয়াড়ের নাম ৷ ৬২ জন ক্রিকেটার, ১১৭ জন বোলার, ১৪৮ জন ফিল্ডার ও ৩০ জন উইকেটকিপার ৷ এর মধ্যে ২২৭ জনই হল নতুন খেলোয়াড় ৷

আটটি দলে মোট ১৪০ জন ক্রিকেটারকে রেখে দেওয়া হয়েছে। এরমধ্যে ৪৪ জন বিদেশি। এদিন নিলামে উঠলেন ভারতের ২৩ জন, শ্রীলঙ্কার ১৯ জন, টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ১৮ জন, নিউজল্যান্ডের ১৮, অস্ট্রেলিয়ার ১৮, দক্ষিণ আফ্রিকার ১০, ইংল্যান্ডের ৮, বাংলাদেশের ৮ এবং চমক হিসেবে আফগানিস্তানের ৫ জন।

First published: 10:00:48 AM Feb 20, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर