#জাকার্তা: ভারতীয় পুরুষ হকি দল বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। ব্রোঞ্জ পদকের ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়েছে ভারত।
জাপান এদিনের ম্যাচে ৭টি পেনাল্টি কর্নার পেলেও বীরেন্দ্র লাকড়ার নেতৃত্বে ভারতীয় দল প্রতিপক্ষকে কোনো গোল করতে দেয়নি। শেষ মুহূর্তে ভারতীয় দল ১০ জন খেলোয়াড় নিয়ে খেলে। কিন্তু তা সত্ত্বেও জাপান কোনও গোল করতে পারেনি।
আরও পড়ুন- কেকেআর ক্যাপ্টেনের মারকাটারি লুক, মহিলা-ভক্তরা বলছেন, 'উফ্'
প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। দলের পক্ষে একমাত্র গোলটি করেন রাজকুমার পল। প্রথমার্ধে স্কোর ছিল ১-০, ভারতের পক্ষে। এই স্কোর শেষ পর্যন্ত বজায় রাখে ভারতীয় দল। টুর্নামেন্টে এটি ভারতের দ্বিতীয় ব্রোঞ্জ পদক।
এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় পুরুষ হকি দল। সুপার-ফোরের ফাইনাল ম্যাচে ৪-৪ গোলে ড্রয়ের পর ভারতীয় দলকে থামিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। কোরিয়া এবং মালয়েশিয়ার গোল অ্যাভারেজ ভাল থাকার কারণে ফাইনালে উঠেছে তারা।
আরও পড়ুন- বলিউডে কেকে-র শেষ গানটাও ক্রিকেটের জন্য, রণবীর সিং অভিনীত সিনেমায়
এর আগে সুপার-4-এর প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছিল ভারত। মালয়েশিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। ভারতীয় দল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবার ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asia Cup, Indian Hockey Team