#ম্যাঞ্চেস্টার: জাদেজা-ধোনি জুটি প্রায় ম্যাচ বের করেই নিয়েছিলেন ৷ কিন্তু শেষরক্ষা করতে পারলেন না ৷ জাদেজা আউট হতেই চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ ৫০ রান করে ধোনি রান আউট হওয়ার পর জয়ের সব আশাই শেষ হয়ে যায় ভারতের ৷ গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলার পর অবশেষে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ ৷ স্বভাবতই হতাশ টিম কোহলি এবং দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা ৷
50-run partnership between MS Dhoni and Jadeja.Live - https://t.co/NixsoE7TCH #CWC19 pic.twitter.com/Myn3HDERLg
— BCCI (@BCCI) July 10, 2019
এদিনের হারের কারণ খুঁজতে গিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়েও এখন প্রশ্ন উঠেছে ৷ কেন ধোনির আগে হার্দিক পান্ডিয়া ? তাও দলের যখন খারাপ অবস্থা, তখনও ব্যাট করতে কেন পান্ডিয়ার পরে নামতে হবে ধোনিকে ? এই টুর্নামেন্টে ভারত দুর্দান্ত খেললেও মিডল অর্ডারের ফর্ম নিয়ে একটা প্রশ্ন থেকেই গিয়েছিল ৷ চার, পাঁচ এবং ছয় নম্বরে একাধিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে ৷ কিন্তু ব্যাটিং অর্ডার সেট হয়নি ৷ যদিও পান্ডিয়াকে এদিন ধোনির আগে নামানোর সিদ্ধান্তে বিরাটের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ৷