হোম /খবর /খেলা /
ঠিক যেন ধোনি ! ইন্ডোরে একের পর এক ‘হেলিকপ্টার শট’-এ মুগ্ধ করল খুদে ক্রিকেটার

Viral Video: ঠিক যেন ধোনি ! ইন্ডোরে একের পর এক ‘হেলিকপ্টার শট’-এ মুগ্ধ করল খুদে ক্রিকেটার

ভারতীয় মহিলা দলের ক্রিকেটার পুনম যাদব এই ভিডিও শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায় ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বাচ্চা মেয়েটির বয়স আর কত হবে ৷ চার বা পাঁচ ৷ কিন্তু এই বয়সেই ঠিক ধোনির মতোই তাঁর বিখ্যাত ‘হেলিকপ্টার শট’-এ পারদর্শী এই শিশু ৷ বোলারকে প্রতি বলেই মাঠের বাইরে ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে এই মেয়ে ৷ ভারতীয় মহিলা দলের ক্রিকেটার পুনম যাদব সেই ভিডিও শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায় ৷ ট্যাগ করেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না এবং বিসিসিআই-কে ৷

শিশু কন্যার নাম পরি শর্মা ৷ সে যে শহরেরই হোক না কেন, ব্যাটিংয়ের ট্যালেন্টে সবাইকে মুগ্ধ করেছে ৷ পুনমের পোস্টের পরই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ভিডিওর ভিউ ৷ কমেন্টে কমেন্টে ছয়লাপ হয় পোস্টটি ৷ লকডাউনে এখন মাঠে খেলা বন্ধ ৷ তাই ইন্ডোরে প্র্যাকটিসেই কামাল দেখাচ্ছে শিশুটি ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Helicopter Shot, MS Dhoni, Pari Sharma