#কানপুর: ভারতের হয়ে এর আগে ওয়ান ডে খেললেও টি২০-তে অভিষেক আজ কানপুরেই হল কাশ্মীরের অফ-স্পিনার পরভেজ রসুলের ৷ কিন্তু অভিষেক ম্যাচেই মারাত্মক কাণ্ড ঘটালেন তিনি ৷ ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন ‘চ্যুইং গাম’-টা মুখ থেকে ফেলতে ভুলেই গেলেন রসুল ৷
আইসিসি-র কোড অফ কন্ডাক্টে যেখানে স্পষ্ট লেখা রয়েছে, যে গান আপনি গাইবেন কী না, সেটা সম্পূর্ণ আপনার উপর ৷ কিন্তু তাই বলে জাতীয় সঙ্গীত চলার সময় অন্য কিছু করা, কারোর সঙ্গে কথা বলা একেবারেই নিষেধ ৷ শুধু নিজের দেশের জাতীয় সঙ্গীতই নয় ৷ অন্য দেশের জাতীয় সঙ্গীত চলার সময়েও এই বিষয়টা স্পষ্ট মেনে চলতে হবে সব ক্রিকেটারকেই ৷ সব জেনেশুনেও কেন এই কাজ রসুল করলেন, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে ৷
এদিন ভারতের জাতীয় সঙ্গীত চলার সময় স্পষ্ট দেখা গিয়েছে যে গান তো তিনি গাইছেন না ই, উল্টে রসুল চুইং গাম চিবোচ্ছেন আপন মনে ৷ ঘটনাটি সবার প্রথমে নজরে আসে ভারতীয় ক্রিকেট প্রেমীদেরই ৷ টিভিতে এই দৃশ্য দেখার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতেও বিশেষ সময় লাগেনি ৷ প্রত্যেকেই রসুলের এই আচরণে রীতিমতো বিস্মিত ৷ কাশ্মীরের অফ-স্পিনারের বিরুদ্ধে নিন্দায় সরব হন প্রত্যেকেই ৷ এই ঘটনায় আইসিসি বা বিসিসিআই-এর তরফে পরভেজ রসুলের বিরুদ্ধে এবার কোনও পদক্ষেপ নেওয়া হয় কী না, সেটাই দেখার ৷
You can have chewing gum during game, that's not mean also during national anthem #parvezrasool... pic.twitter.com/l2KYyVnLCk
Loading...— Mx. Magnus (@MayankD14600911) January 26, 2017
T20 on #RepublicDay & #ParvezRasool was busy chewing gum instead of singing National Anthem via #Tv9 @BCCI pic.twitter.com/H5FjMSEVyv
— Narayan (@bns5) January 26, 2017
It was very disappointing to see #parvezrasool chewing during National Anthem..selection doesn't teach manner..#RepublicDay #INDvENG
— Ravi Kumar Thakur (@Ravi_pushpak) January 26, 2017