লন্ডন: করোনার হাত থেকে রেহাই পেল না টিম ইন্ডিয়াও ৷ ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে দু’জনের করোনা ধরা পড়েছে বলে জানা গিয়েছে ৷ এক আত্মীয়ের বাড়িতে একজন ক্রিকেটার আপাতত নিভৃতবাসে রয়েছেন বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর ৷
COVID-19: Two Indian cricketers tested positive in UK, one still in isolation but asymptomatic
Read @ANI Story | https://t.co/R4hL96y4rQ pic.twitter.com/P41Woi029x — ANI Digital (@ani_digital) July 15, 2021
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর মাঝের অনেকটা সময় এখন ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ এরপর শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ৷ সংবাদসংস্থা এএনআই জানায়, একজন নয়, মোট দু’জন ভারতীয় ক্রিকেটারের করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে ৷ একজন অ্যাসিম্পটম্যাটিক, অর্থাৎ কোনও লক্ষণ নেই ৷ করোনা আক্রান্ত ক্রিকেটারের নাম উল্লেখ করা না হলেও জানা গিয়েছে, একজন ক্রিকেটারের প্রথমে গলা ব্যথা শুরু হয় ৷ তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা প্রত্যেককেই ৩ দিনের আইসোলেশনে থাকতে বলা হয়েছে ৷ ডারহ্যামে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে এখন রয়েছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Cricket Team