corona virus btn
corona virus btn
Loading

চেন্নাই বিমানবন্দরে ভিন্ন মুডে ধোনি-কোহলি, কলকাতায় পৌঁছল টিম ইন্ডিয়া

চেন্নাই বিমানবন্দরে ভিন্ন মুডে ধোনি-কোহলি, কলকাতায় পৌঁছল টিম ইন্ডিয়া
Photo: BCCI

সিরিজে ১-০-র লিড নিয়ে কলকাতা পৌঁছল কোহলি ব্রিগেড।

  • Share this:

#কলকাতা:  সিরিজে ১-০-র লিড নিয়ে কলকাতা পৌঁছল কোহলি ব্রিগেড। প্রথমার দুপুরে ইডেনের ২২ গজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ধোনির অভিজ্ঞতা, পাণ্ডিয়ার তারুণ্য ও শেষবেলায় চাহালের স্পিন - এই তিনে ভর করে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যেই লিড নিতে সফল ভারত।

আজ, সোমবার দুপুরের বিমানে কলকাতায় নামেন কোহলিরা। একই বিমানে আসেন স্মিথরাও। তাঁদের দেখতে বিমানবন্দরে ভক্তদের উচ্ছ্বাস ছিল দেখার মত। বিশেষ করে কলকাতার জামাই মহেন্দ্র সিং ধোনিকে দেখতে। এদিকে বিমান ধরার আগে চেন্নাই বিমানবন্দরে ধোনি, কোহলি, রাহুলদের ভিন্ন মেজাজের ছবি ট্যুইটারে পোস্ট করল বিসিসিআই। যা এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

DJ_OU6xVoAAsUnD

First published: September 18, 2017, 7:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर