নয়াদিল্লি: এবার কি তা হলে এদেশে মেয়েদের ক্রিকেটের হাল ফিরবে! এবার কি তা হলে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা ভারতে আগের থেকে একটু হলেও বাড়বে!
এসব প্রশ্নের উত্তর এত তাড়াতাড়ি পাওয়া যাবে বলে মনে হয় না। তবে ঝুলনন গোস্বামী, মিতালি রাজ, হরমনপ্রিৎ কউররা যে কাজটা শুরু করেছিলেন, তা যোগ্য উত্তরসূরির মতো এগিয়ে নিয়ে চলেছেন শেফালি বর্মারা। ভারতের মেয়েরা শেষমেশ বিশ্বকাপ জিতেছে।
আরও পড়ুন- যুদ্ধ বিধ্বস্ত ছোটবেলা, পাউরুটির জন্য হাহাকার ! হঠাৎ নস্টালজিক জোকার
শেফালি বর্মা, রিচা ঘোষ, তিতাস সাধুদের কথা এখন সবার মুখে মুখে। তবে অনূর্ধ্ব ১৯ ভারতের মহিলা দলের কোচ নুশিন আলি খাদির যেন এখনও অন্তরালেই রয়ে গিয়েছেন। অথচ অনেকেই হয়তো জানেন না, তিনি ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর।
১৮ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিল তাঁর দল। সেই দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতালেন নুশিন আলি খাদির। একেবারে চক দে ইন্ডিয়ার গল্প বাস্তবে। পর্দার শাহরুখ খানের মতো গল্প নুশিনের।
তিনি রিল লাইফ-এর ‘কবির খান’। তিনিই যেন বাস্তবে চক দে ইন্ডিয়া-র শাহরুখ খান। রবিবার পোচেফস্ট্রুমের জেমবি মার্কস ওভালে বিশ্বকাপ জিতেছে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল।
রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন শেফালি বর্মা। ইংল্যান্ডকে মাত্র ৬৮ রানে অল-আউট করে দেয় ভারতীয় দুরন্ত বোলিং বিভাগ। ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারতীয় দল। তাও ৩৬ বল বাকি থাকতেই।
২০০৫ সালে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিল। সেবার সেই দলে ছিলেন নুশিন। সেবার প্রথমে ব্যাট করে চার উইকেটে ২১৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায় ভারতীয় দল।
আরও পড়ুন- স্টাম্পিং হওয়ার পরেই লাফিয়ে উঠলেন রিচার মা, তারপরেই ঘোষ বাড়িতে ..
সেই ম্যাচে বল হাতে ১০ ওভারে ৩৫ রান দিয়েছিলেন নুশিন। একটিও উইকেট পাননি। ব্যাটিং করতে নেমে নুশিন আট বলে এক রানও করতে পারেননি। তবে সেই ম্যাচের ব্যর্থতা এবার সুদে-আসলে পুষিয়ে নিলেন তিনি। দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।