#কেপটাউন: কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি একটি বিশেষ রেকর্ড গড়েছেন। বিরাট কোহলি দীর্ঘদিন ধরে ব্যাট হাতে সেঞ্চুরি পাচ্ছেন না। শতরান করতে না পারলেও ফিল্ডিংয়ে এএদিন বিশেষ সেঞ্চুরি করেছেন কোহলি।
আরও পড়ুন- ০,০,০,০,০,০,০,০,০,০! শেষ ১০ ইনিংসে খাতা খুলতে পারেননি বাংলাদেশের এই ব্যাটার
বুধবার কেপটাউন টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট ক্রিকেটে ১০০টি ক্যাচ ধরার রেকর্ড পূর্ণ করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মহম্মদ শামির বলে স্লিপে টেম্বা বাভুমার (২৮) ক্যাচ ধরেন তিনি। এই ক্যাচ ধরার পরই কোহলি টেস্টে ১০০ ক্যাচ ধরার রেকর্ড গড়েন। এই ম্যাচের আগে ৯৮টি টেস্ট ক্যাচ ছিল তাঁর। চলতি সিরিজে তিনি রাসি ভ্যান ডের ডুসেন এবং বাভুমার ক্যাচ নিয়ে ক্যাচ-এর সেঞ্চুরি পূর্ণ করেন।
A century of catches in whites for @imVkohli #TeamIndia pic.twitter.com/tJIF5QMq1r
— BCCI (@BCCI) January 12, 2022
আরও পড়ুন- মুখে জ্বলন্ত বিড়ি, রবীন্দ্র জাদেজা কার মতো সেজেছেন, বলুন তো?
এই ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটে ১০০টি টেস্ট ক্যাচ নিয়েছেন-
১. রাহুল দ্রাবিড়- ২১০টি ক্যাচ
২. ভিভিএস লক্ষ্মণ- ১৩৫টি ক্যাচ
৩. শচীন টেন্ডুলকার - ১১৫টি ক্যাচ
৪. মহম্মদ আজহারউদ্দিন - ১০৫টি ক্যাচ
৫. বিরাট কোহলি - ১০০ ক্যাচ*
উল্লেখ্য, বিরাট কোহলি মঙ্গলবার কেপটাউন টেস্টের প্রথম দিনে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেছেন। তাঁর এই ইনিংসে ভর করে ভারতীয় দল প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডি ছাড়িয়ে যায়। ১৫৯ বলে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিটি ছিল তাঁর টেস্ট কেরিয়ারের সবচেয়ে ধীরগতির ফিফটি। এছাড়াও, তিনি রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছেন। আবার কেরিয়ারের ৯৯তম টেস্টে বিরাট কোহলি ক্যাচ ধরার সেঞ্চুরিও করলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SA, India vs South Africa, Test Cricket, Virat Kohli