#লখনউ: রবিবার রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে যখন ১০০ রানের কমে আটকে দিয়েছিল ভারত, তখনই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল এই ম্যাচে ভারত হারতে পারে না। শেষ পর্যন্ত ভারত হারেনি। তবে সামান্য কটা রান তুলতেও রক্তচাপ বেড়ে গিয়েছিল। শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করেন সূর্য কুমার। অন্যদিকে পরিস্থিতি বুঝে বুদ্ধি করে ইনিংস সাজিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
ম্যাচ শেষে লখনউ পিচ নিয়ে নিজের রাগ গোপন করেননি হার্দিক। ভারত অধিনায়ক জানান চ্যালেঞ্জিং উইকেটে খেলতে তার আপত্তি নেই। কিন্তু রাঁচি এবং লখনউ পিচ ছিল একেবারেই অযোগ্য। এই উইকেটে টি টোয়েন্টি তো বটেই, একদিনের ক্রিকেট খেলাও সম্ভব নয়। এর ফলে ক্রিকেটারদের যেমন অসুবিধা হয়, তেমনই টি টোয়েন্টির মজা থেকে বঞ্চিত হয় দর্শক।
তাই তিনি আশা প্রকাশ করেছেন পরবর্তী যে মাঠে টি টোয়েন্টি হবে সেখানে যেন স্পোর্টিং উইকেট বানানো হয়। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেও ভারত এই ম্যাচ জিতবে সন্দেহ ছিল না হারদিকের। তার মতে হিসেবটা সহজ ছিল। ডট বল না খেললেই হবে। প্রয়োজনে একটা বাউন্ডারি বা দুটো বাউন্ডারি ছিল যথেষ্ট। সূর্য কুমার যেভাবে প্রতিদিন উন্নতি করেছেন সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই।
Hardik Pandya on Lucknow Pitch #INDvNZ pic.twitter.com/CAKyjhtdcl
— RVCJ Media (@RVCJ_FB) January 30, 2023
ম্যাচ বের করার ক্ষেত্রেও সূর্য নিজের স্নায়ু ঠিক রাখতে পেরেছে এটা বড় ব্যাপার। এছাড়াও আরশদীপ সিং বল হাতে যা পারফরম্যান্স করেছেন তাতে মুগ্ধ হার্দিক। এদিন শেষে দুটি ওভার দেওয়া হয়েছিল তাকে। আরশ দেখিয়ে দিয়েছেন তিনি মানসিকভাবে কতটা শক্তিশালী।
রাঁচিতে খারাপ বল করে গালাগালি খেয়েছিলেন। কিন্তু লখনউতে নিজের পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ভারতীয় পেসার। সব মিলিয়ে আগামী বুধবার আমেদাবাদে সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে এই জয় ভারত অনেক আত্মবিশ্বাস সঞ্চয় করবে সেটা নিঃসন্দেহে বলা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, IND vs NZ