corona virus btn
corona virus btn
Loading

‘এত খারাপ ফিল্ডিং করলে ম্যাচ জেতা যায় না...’ দলের খেলায় অসন্তুষ্ট কোহলি

‘এত খারাপ ফিল্ডিং করলে ম্যাচ জেতা যায় না...’ দলের খেলায় অসন্তুষ্ট কোহলি
Photo Courtesy: BCCI/Twitter
  • Share this:

#তিরুঅনন্তপুরম: প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের দু’দিনের মধ্যেই হার হজম কোহলি বাহিনীর ৷ তিরুঅনন্তপুরমে সিমন্সদের দাপটে রবিবার হেলায় ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ ৷  ৮ উইকেটে হেরে স্বভাবতই দলের খেলায় অসন্তুষ্ট ক্যাপ্টেন কোহলি ৷ বিশেষত দলের ফিল্ডিং নিয়ে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের কারণ হিসেবে ফিল্ডিংকে দায়ী করলেন বিরাট কোহলি।

তিনি নিজে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে ডান-প্রান্তে ঝাঁপিয়ে সিমরন হেটমায়ারকে তালুবন্দি করলেও বাকিদের হাত থেকে সহজ ক্যাচ পড়েছে। লেন্ডল সিমন্সের অত্যন্ত সহজ ক্যাচ ফেলেছেন ওয়াশিংটন সুন্দর। এভিন লুইসের সহজ ক্যাচ পড়েছে ঋষভ পন্থের হাত থেকে। আর এই ক্যাচ ফেলা গতকালই প্রথম নয় ৷ প্রথম টি টোয়েন্টিতেও একাধিক ক্যাচ ফেলেছিলেন রোহিতরা ৷

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবিবার ম্যাচ শেষে কোহলি বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ খুব ভাল বল করেছে। ওদের পেসাররা কাটারের খুব ভাল প্রয়োগ করেছে। কিন্তু এ রকম ফিল্ডিং করলে যত বেশি রানই হোক, কোনও দলকেই আটকানো সম্ভব নয়। শেষ দু’টি ম্যাচেই খারাপ ফিল্ডিং হয়েছে। একই ওভারে দু’টি ক্যাচ পড়েছে আমাদের।ভেবে দেখুন। সেই ওভারে পরপর দু’টি উইকেট চলে গেলে ম্যাচে অন্য কিছুও ঘটতে পারত। পরের ম্যাচ থেকে এ রকম ফিল্ডিং করলে চলবে না। আরও সাহসী হতে হবে প্রত্যেককে।’’

First published: December 9, 2019, 9:02 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर