Home /News /sports /
Ind vs WI 3rd ODI: ক্লিন সুইপের লক্ষ্যে ভারত, তৃতীয় ম্যাচে দলে ২ পরিবর্তন, সম্ভাব্য ১১ তে একনজর

Ind vs WI 3rd ODI: ক্লিন সুইপের লক্ষ্যে ভারত, তৃতীয় ম্যাচে দলে ২ পরিবর্তন, সম্ভাব্য ১১ তে একনজর

3rd odi team india can go for two changes know probable playing xi

3rd odi team india can go for two changes know probable playing xi

ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন - শুভমান গিল, শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং রবি বিষ্ণোই৷

 • Share this:

  #ত্রিনিদাদ:  ভারত বনাম ওয়েস্টইন্ডিজ বাইশগজের লড়াইতে তিন ম্যাচের একদিনের সিরিজের পরপর দুটি ম্যাচই জিতেছে ভারত৷ আজ ত্রিনিদাদের মাঠে খেলা হবে৷ ম্যাচের টস হবে সন্ধ্যা সাড়ে ছটায় এবং খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়৷ এদিন টিম ইন্ডিয়ার লক্ষ্য হবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ৩-০ করে ফেলা৷ এই অবস্থায় ওয়েস্টইন্ডিজ যারা ইতিমধ্যেই ঘরের মাঠে সিরিজ হেরে বসে আছে তাদের লক্ষ্য হবে একটা ম্যাচ অন্তত জিতে কিছুটা মুখ রক্ষা করা৷ একদিনের সিরিজের পর ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি সিরিজও হতে চলেছে৷

  এদিকে ক্লিন সুইপের লক্ষ্যে নামা শিখর ধাওয়ান নিজের সেরা একাদশ নিয়ে নেমে একেবারে প্যাকআপ করে দিতে চান৷ দেখে নিন কী অর্ডারে হতে পারে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ৷ আরও পড়ুন - Lovlina Borgohain: অলিম্পিক্সে পদকজয়ী লভলিনার বিস্ফোরক ট্যুইটের পরেই আসরে অনুরাগ ঠাকুর, মিটল সমস্যা

  ধাওয়ান -গিলের জুটি হিচ

  ওয়েস্টইন্ডিজ সফরে গিয়ে ভারতীয় দলের ইনিংস ওপেন করছেন অধিনায়ক শিখর ধাওয়ান ও তরুণ শুভমান গিল৷ ধাওয়ান প্রথম ওয়ানডে তে ৯৭ রান এবং দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করেছেন৷ এদিকে শুভমান গিল দুটি ম্যাচে যথাক্রমে ৬৪ ও ৪৩ রান করেছেন৷ এই দুই ক্রিকেটারের মধ্যে প্রথম একদিনের ম্যাচে ওপেনিং জুটিতে শতরানও হয়েছিল৷ দ্বিতীয় ম্যাচে অবশ্য জুটিতে ৪৮ রান করেছিলেন তাঁরা৷ তাই মনে হয় না তৃতীয় একদিনের ম্যাচে টিম ম্যানেজমেন্ট ওপেনিং জুটিকে বদলাবেন৷

  মিডল অর্ডার

  দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার৷ তার সঙ্গে ব্যাট হাতে জ্বলছেন সূর্যকুমার যাদবও৷ মিডল অর্ডারের দায়িত্ব আরও রয়েছে সঞ্জু স্যামসন ও দীপক হুডার কাঁধেও৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে শ্রেয়স তিন নম্বর জায়গাটা পূর্ণ করেছেন৷ সঞ্জু স্যামসন দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করে ফেলেছেন৷ অন্যদিকে হুডা অলরাউন্ড পারফরম্যান্স করেছেন৷

  আরও পড়ুন - Skin Care Tips: মুখ হবে চাঁদের মতো উজ্জ্বল, থাকবে না একটা দাগও!
  এই দুই অলরাউন্ডার পাবে সুযোগ

  তৃতীয় একদিনের ম্যাচে অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেলের জুটিকে পাওয়া যেতে পারে৷ তাদের অলরাউন্ড পারফরম্যান্স সকলের মন জিতে পারে৷ সকলেই তাদের দেখে অবাক হয়ে যাচ্ছে৷ দ্বিতীয় একদিনের ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা-র জায়গায় আবেশ খানের ওপর ভরসা করা হয়৷ তিনি ফ্লপ হন৷ তৃতীয় ম্যাচে অর্শদীপ সিং খেলতে পারেন৷ এছাড়াও দ্বিতীয় বোলার মহম্মদ সিরাজের খেলা প্রায় নিশ্চিত৷ এদিকে শেষ ম্যাচে বেঞ্চ স্ট্রেংথ স্পিনার যুজবেন্দ্র চাহালের জায়গায় রবি বিষ্ণোইকে খেলানো হতে পারে৷

  ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন 

  শুভমান গিল, শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং রবি বিষ্ণোই৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Ind vs WI, Indian Cricket Team

  পরবর্তী খবর