#ত্রিনিদাদ: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ বাইশগজের লড়াইতে তিন ম্যাচের একদিনের সিরিজের পরপর দুটি ম্যাচই জিতেছে ভারত৷ আজ ত্রিনিদাদের মাঠে খেলা হবে৷ ম্যাচের টস হবে সন্ধ্যা সাড়ে ছটায় এবং খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়৷ এদিন টিম ইন্ডিয়ার লক্ষ্য হবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ৩-০ করে ফেলা৷ এই অবস্থায় ওয়েস্টইন্ডিজ যারা ইতিমধ্যেই ঘরের মাঠে সিরিজ হেরে বসে আছে তাদের লক্ষ্য হবে একটা ম্যাচ অন্তত জিতে কিছুটা মুখ রক্ষা করা৷ একদিনের সিরিজের পর ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি সিরিজও হতে চলেছে৷
এদিকে ক্লিন সুইপের লক্ষ্যে নামা শিখর ধাওয়ান নিজের সেরা একাদশ নিয়ে নেমে একেবারে প্যাকআপ করে দিতে চান৷ দেখে নিন কী অর্ডারে হতে পারে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ৷ আরও পড়ুন - Lovlina Borgohain: অলিম্পিক্সে পদকজয়ী লভলিনার বিস্ফোরক ট্যুইটের পরেই আসরে অনুরাগ ঠাকুর, মিটল সমস্যাধাওয়ান -গিলের জুটি হিচ
ওয়েস্টইন্ডিজ সফরে গিয়ে ভারতীয় দলের ইনিংস ওপেন করছেন অধিনায়ক শিখর ধাওয়ান ও তরুণ শুভমান গিল৷ ধাওয়ান প্রথম ওয়ানডে তে ৯৭ রান এবং দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করেছেন৷ এদিকে শুভমান গিল দুটি ম্যাচে যথাক্রমে ৬৪ ও ৪৩ রান করেছেন৷ এই দুই ক্রিকেটারের মধ্যে প্রথম একদিনের ম্যাচে ওপেনিং জুটিতে শতরানও হয়েছিল৷ দ্বিতীয় ম্যাচে অবশ্য জুটিতে ৪৮ রান করেছিলেন তাঁরা৷ তাই মনে হয় না তৃতীয় একদিনের ম্যাচে টিম ম্যানেজমেন্ট ওপেনিং জুটিকে বদলাবেন৷
মিডল অর্ডারদুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার৷ তার সঙ্গে ব্যাট হাতে জ্বলছেন সূর্যকুমার যাদবও৷ মিডল অর্ডারের দায়িত্ব আরও রয়েছে সঞ্জু স্যামসন ও দীপক হুডার কাঁধেও৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে শ্রেয়স তিন নম্বর জায়গাটা পূর্ণ করেছেন৷ সঞ্জু স্যামসন দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করে ফেলেছেন৷ অন্যদিকে হুডা অলরাউন্ড পারফরম্যান্স করেছেন৷
আরও পড়ুন - Skin Care Tips: মুখ হবে চাঁদের মতো উজ্জ্বল, থাকবে না একটা দাগও! এই দুই অলরাউন্ডার পাবে সুযোগতৃতীয় একদিনের ম্যাচে অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেলের জুটিকে পাওয়া যেতে পারে৷ তাদের অলরাউন্ড পারফরম্যান্স সকলের মন জিতে পারে৷ সকলেই তাদের দেখে অবাক হয়ে যাচ্ছে৷ দ্বিতীয় একদিনের ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা-র জায়গায় আবেশ খানের ওপর ভরসা করা হয়৷ তিনি ফ্লপ হন৷ তৃতীয় ম্যাচে অর্শদীপ সিং খেলতে পারেন৷ এছাড়াও দ্বিতীয় বোলার মহম্মদ সিরাজের খেলা প্রায় নিশ্চিত৷ এদিকে শেষ ম্যাচে বেঞ্চ স্ট্রেংথ স্পিনার যুজবেন্দ্র চাহালের জায়গায় রবি বিষ্ণোইকে খেলানো হতে পারে৷
ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেনশুভমান গিল, শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং রবি বিষ্ণোই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs WI, Indian Cricket Team