#বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমে রো-হিট। ব্যাটিং তাণ্ডব ভারতের। দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৮৮ রানের টার্গেট। বুধবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোর্লাড।
১৩৮ বলে ১৬০ রান করে রোহিত শর্মা। ১০৪ বলে কেএল রাহুলের অবদান ১০২ । দুইজনের ঝোড়ো ব্যাটিংয়ে তখন টলোমলো পোলার্ড স্কোয়ার্ড ৷ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে প্রথম উইকেটই আসে ৩৭ তম ওভারে ৷ভারতের স্কোরবোর্ডে ততক্ষণে জ্বলজ্বলে ২২৭ ৷আলজারি জোসেফের বলে রস্টন চেজের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহুল ৷ এরপর তিন নম্বরে আসেন ক্যাপ্টেন কোহলি ৷ এই ম্যাচে প্রথম বলেই শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরলেন ভারত অধিনায়ক। চেন্নাইয়ের পর বিশাখাপত্তনমেও রান পেল না বিরাটের ব্যাট।
রোহিতের ইনিংস শেষ হয় ১৬০ রানে ৷ রোহিত-রাহুলের ব্যাটন সামলান শ্রেয়স ও ঋষভ ৷ ৩২ বলে হাফসেঞ্চুরি করে শ্রেয়স আইয়ার। ১৬ বলে ৪৯ রানের কামাল ইনিংস খেলেন ঋষভ পন্থ। পঞ্চাশ ওভারে পাঁচ উইকেটে ভারতের স্কোর দাঁড়ায় ৩৮৭ রান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Ind vs WI, India, India vs West indies, KL Rahul, Rohit Sharma