শ্রীলঙ্কা: ২৬৪/৭ (৫০ ওভার)
ভারত: ২৬৫/৩ (৪৩.৩ ওভার)
৩৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়ী ভারত
#লিডস: হেডিংলেতে রোহিত রোম্যান্স। বিশ্বকাপে পঞ্চম সেঞ্চুরিতে রেকর্ড বুকে ঢুকে পড়লেন হিটম্যান। কুমার সঙ্গাকারাকে টপকে ইতিহাসে তিনিই এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। সব মিলিয়ে বিশ্বকাপে ছ’নম্বরে সেঞ্চুরিতে ধরে ফেললেন লিটল মাস্টারকেও।
অবিশ্বাস্য। দুর্দান্ত। সুন্দর। মায়াবী। সব বিশেষণই তাঁর নামের পাশে আজ বড্ড ফ্যাকাসে। তিনি যেন সত্যি অন্য গ্রহের। ঠিক যেমনভাবে বিরাটকে কয়েক বছর আগে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সবাই।
Rohit Sharma now has six World Cup hundreds.
No other batsman has more.#CWC19 | #TeamIndia pic.twitter.com/uewktrzcBG — Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
এই বিশ্বকাপটা তাঁরই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেই ধৈর্যশীল ইনিংসটাই জানান দিয়েছিল, আসছে রো-হিট। তারপর একে একে পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ পেরিয়ে শেষটা লিডসে শ্রীলঙ্কা। সবাই শুধু দেখল, বাইশ গজ শাসন করলেন এক মারাঠি। ঠিক কুড়ি বছর আগের বিশ্বযুদ্ধে যেমনভাবে শাসন করেছিলেন সচিন রমেশ তেন্ডুলকর। এদিনের ১০৩ রানের ইনিংসে যে তাঁকেও ছুঁয়ে ফেললেন হিটম্যান। চলতি বিশ্বকাপে রোহিতের এটা পাঁচ নম্বর সেঞ্চুরি। বিশ্বকাপে প্রথম ক্রিকেটার ও প্রথম ভারতীয় হিসেবে নজির। ভাঙলেন কুমার সঙ্গাকারার চার সেঞ্চুরির রেকর্ড। সব মিলিয়ে বিশ্বকাপে রোহিতের ছ’নম্বর সেঞ্চুরি। লিটল মাস্টারের ঝুলিতেও হাফ ডজন সেঞ্চুরি । সচিনের আরও একটা রেকর্ড এদিন ছুঁয়ে ফেললেন রোহিত। দ্বিতীয় ভারতীয় হিসেবে এক বিশ্বকাপে ৬০০-র বেশি রানও হয়ে গেল বিরাটের ডেপুটির ব্যাটে। আর ২৬ রান করলেই পেরিয়ে যাবেন সচিনের ২০০৩ বিশ্বকাপে করা ৬৭৩-কে ৷
Over to you Australia... #CWC19 | #SLvIND pic.twitter.com/RSi5QgUHEI — Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019কিন্ত শেষ দুই ম্যাচের মতই এদিনও অযথা তাড়াহুড়ো করতে গিয়ে ফিরলেন। সেঞ্চুরির ঘোর কাটতে না কাটতেই আউট। নামের পাশে ৯৪ বলে ১০৩ রান। ১৪টা চার। ২টো ছক্কা। কিন্তু ততক্ষণে যে বিশ্বকাপের রেকর্ড বুকে ঢুকে পড়েছেন রোহিত গুরুনাথ শর্মা। জেন্টেলম্যানস গেমের ‘হিটম্যান’। তবে একা রোহিতই নন ৷ এদিনের ম্যাচে ব্যাট হাতে নিজের জাত চেনালেন লোকেশ রাহুলও ৷ গত কয়েকটি ম্যাচে ভাল শুরু করেও বড় রান পাচ্ছিলেন না ৷ অবশেষে চলতি বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটা পেয়ে গেলেন কর্ণাটকি ৷
#TeamIndia go top of the #CWC19 table! But for how long? ... pic.twitter.com/FMJHmmdEX2 — ICC (@ICC) July 6, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।