Home /News /sports /
ইডেনে প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার, ম্যাচ ধরে এগোতে চান বিরাটরা

ইডেনে প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার, ম্যাচ ধরে এগোতে চান বিরাটরা

File Photo

File Photo

গোটা সিরিজ নয়। বা পরের বছরের দক্ষিণ আফ্রিকা সিরিজও নয়। একটা টেস্ট ধরেই এগোতে চান।

 • Share this:

  #কলকাতা:  গোটা সিরিজ নয়। বা পরের বছরের দক্ষিণ আফ্রিকা সিরিজও নয়। একটা টেস্ট ধরেই এগোতে চান। প্রথম টার্গেট অবশ্যই ইডেন টেস্ট জেতা। সাংবাদিক বৈঠকে জানালেন ফোকাসড ঋদ্ধিমান।

  ইডেনে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। সেই পারফরম্যান্স ধরে রাখতে চান পাপালি। সোমবার সকালের বিমানেই শহরে পৌঁছন বিরাটরা। আর দুপুরেই প্র্যাকটিসে নেমে পড়ে টিম ইন্ডিয়া। ব্যাটিং মহড়ায় গা ঘামালেন কোহলি, রাহানে, বিজয়রা। রবিবারই প্র্যাকটিস ম্যাচ খেলছেন। সোমবার প্র্যাকটিস থেকে অফ-ডে। তার বদলে পিচ দেখে গেলেন লঙ্কা অধিনায়ক চান্দিমল।

  পিচের ঘাস ছাঁটা হয়েছে। হালকা সবুজ আভা রয়েছে পিচে । শ্রীলঙ্কা সিরিজে আরও একটা নজিরের সামনে অধিনায়ক বিরাট কোহলি। চান্দিমলদের বিরুদ্ধে ক্লিন সুইপ করলেই সৌরভের ২১টা টেস্ট জয়কে টপকে যাবেন বিরাট। ২৯টা টেস্টে অধিনায়কত্ব করে ১৯টা টেস্টে জিতেছেন তিনি। এদিকে, বিজ্ঞাপনের শ্যুটিংয়ের পর আবার শহরে কপিল দেব। মঙ্গলবার সিএবিতে ডালমিয়া স্মারক বক্তৃতা। তার প্রধান বক্তা বিশ্বকাপজয়ী অধিনায়ক। থাকবেন ক্রিকেট শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থিলঙ্গা সুমথিপালাও।

  First published:

  Tags: Eden Gardens, First Test, India, Srilanka, Wriddhiman Saha

  পরবর্তী খবর