#মেলবোর্ন: সেমিফাইনালের টিকিট আগেই পাকা হয়ে গিয়েছে ৷ কিন্তু নিয়মরক্ষার ম্যাচেও বিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নয় ভারতের মেয়েরা ৷ টস জিতে আজ, শনিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৩ রানই স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় লঙ্কা-ব্রিগেড ৷ রাধা যাদব এবং রাজেশ্বরী গায়কোয়াড়ের জোড়া স্পিন ফলায় বিশেষ সুবিধা করে উঠতে পারেনি শ্রীলঙ্কা ৷ ৪ ওভারে ২৩ রান দিয়ে রাধা চারটি এবং ৪ ওভারে একটি মেডেন-সহ ১৮ রান দিয়ে গায়কোয়াড় নেন ২টি উইকেট ৷ শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ওপেনার জয়ঙ্গানির ৷ ২৪ বলে ৩৩ রান করেন তিনি ৷ নয় নম্বরে নেমে ২৫ রানে নট আউট থাকেন দিলহারি ৷
Radha Yadav's four-wicket haul helps 🇮🇳 restrict 🇱🇰 to 113/9