শ্রীলঙ্কা: ১১৩/৯ভারত: ১১৬/৩ (১৪.৪ ওভার)
#মেলবোর্ন: ভারতের মেয়েদের থামানো যাচ্ছে না ৷ টি টোয়েন্টি বিশ্বকাপে হরমনপ্রীতদের বিজয়রথ অব্যাহত ৷ সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ আজ, শনিবার মেলবোর্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও ৭ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল উইমেন ইন ব্লু’রা ৷
জয় এল ৩২ বল বাকি থাকতেই। এদিনের জয়ের নায়ক শেফালি ভার্মা। ১১৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনারের দাপটেই হার নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার ৷
Two Player of the Match Awards in her cabinet already. What's in store today? #T20WorldCup | #INDvSL pic.twitter.com/oCHvQqyKNC
— ICC (@ICC) February 29, 2020
শেফালির ইনিংসই জয় নিশ্চিত করল ভারতের। ১৬ বছর বয়সি শেফালি করলেন ৩৪ বলে ৪৭ রান। নিশ্চিত হাফসেঞ্চুরি মিস করলেন রানআউটের জন্য। এর আগে বিশ্বকাপে গ্রুপের তিন ম্যাচে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটে এসেছিল যথাক্রমে ২৯, ৩৯ ও ৪৬ রান।
India remain unbeaten in the group stage!
Shafali Verma led the chase against Sri Lanka after Radha Yadav's career-best four wickets. #T20WorldCup | #INDvSL https://t.co/kEuIT5xAlG pic.twitter.com/T02JqcYAXv — ICC (@ICC) February 29, 2020
সেমিফাইনালের টিকিট আগেই পাকা হয়ে গিয়েছে ৷ কিন্তু নিয়মরক্ষার ম্যাচেও বিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নয় ভারতের মেয়েরা ৷ টস জিতে আজ, শনিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৩ রানই স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় লঙ্কা-ব্রিগেড ৷ রাধা যাদব এবং রাজেশ্বরী গায়কোয়াড়ের জোড়া স্পিন ফলায় বিশেষ সুবিধা করে উঠতে পারেনি শ্রীলঙ্কা ৷ ৪ ওভারে ২৩ রান দিয়ে রাধা চারটি এবং ৪ ওভারে একটি মেডেন-সহ ১৮ রান দিয়ে গায়কোয়াড় নেন ২টি উইকেট ৷ শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ওপেনার জয়ঙ্গানির ৷ ২৪ বলে ৩৩ রান করেন তিনি ৷ নয় নম্বরে নেমে ২৫ রানে নট আউট থাকেন দিলহারি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।