• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • টেস্ট ও সিরিজ বাঁচাতে আজ মরিয়া লড়াই লঙ্কা বাহিনীর

টেস্ট ও সিরিজ বাঁচাতে আজ মরিয়া লড়াই লঙ্কা বাহিনীর

Photo : AP

Photo : AP

এখনও ২৩০ রানে পিছিয়ে আয়োজক দেশ।

 • Share this:

  #কলম্বো: সিরিজ বাঁচাতে আজ, রবিবার মরিয়া লড়াই শ্রীলঙ্কার। ভারতীয় স্পিনারদের ধাক্কায় প্রথম ইনিংসে ১৮৩ রানে শেষ চন্ডিমলরা। ৫ উইকেট অশ্বিনের। ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে লড়ছে লঙ্কা বাহিনী। সেঞ্চুরি মেন্ডিসের, ৯২ রানে অপরাজিত করুণারত্নে। এখনও ২৩০ রানে পিছিয়ে আয়োজক দেশ।

  ভারতের বিরুদ্ধে সিরিজ বাঁচাতে মরিয়া লড়াই লঙ্কার। কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ক্যামব্যাকের আশায় শ্রীলঙ্কা শিবির৷ তৃতীয় দিনের শুরুতে ভারতীয় স্পিন ঘূর্ণিতে ১৮৩ রানে গুটিয়ে যায় গেলেও দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে দুশো রানের গন্ডি টপকালো লঙ্কা বাহিনী৷ যদিও বিরাটদের থেকে এখনও ২৩০ রানে পিছিয়ে চন্ডিমল অ্যান্ড কোং৷ হাতে ৮ উইকেট।

  শনিবার ৫০ রান ও আট উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা৷ শুরুতেই লঙ্কার অধিনায়ককে ফিরিয়ে জোর ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা ৷ প্রথম দিনের মতো এদিনও বল হাতে ভেল্কি দেখান অশ্বিন ৷ প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নেন দক্ষিণী স্পিনার ৷ ভারতের হয়ে এক ইনিংসে পাঁচ বা তাঁর বেশি উইকেট নেওয়ার তালিকায় দু’নম্বরে উঠলেন অশ্বিন। ভারতীয় বোলারদের আক্রমণের সামনে তাসের ঘড়ের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। ১৮৩ রানে গুটিয়ে যান ম্যাথিউজরা ৷ দুই উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম ১৫০ উইকেট প্রাপকদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন জাডেজা ৷ টপকালেন কুম্বলে,প্রসন্নকে।

  ফলো-অন করতে নেমে ফের চাপে পড়ে যায় শ্রীলঙ্কা শিবির। উমেশের বলে বোল্ড আউট হন উপুল থারাঙ্গা। তবে এরপরই দলের হাল ধরেন উইকেট করুণারত্নে ও কুশল মেন্ডিস। ১৯১ রানের পার্টনারশিপে ভর করে শামি-অশ্বিনদের বিরুদ্ধে ম্যাচ বাঁচানোর লড়াই শুরু করে আয়োজক দেশ ৷ চাপের মুখে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করেন মেন্ডিস ৷ যদিও ১১০ রানের মাথায় হার্দিকের বলে ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ডান-হাতি ব্যাটসম্যান। দিনের শেষে ৯২ রানে ক্রিজে রয়েছেন করুণারত্নে ৷

  First published: