শ্রীলঙ্কা: ১৪২/৯ভারত: ১৪৪/৩
#ইনদওর: গুয়াহাটিতে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সিরিজের প্রথম টি টোয়েন্টি ৷ খেলা হয়নি এক বলও ৷ মঙ্গলবারের ম্যাচে তাই কোনও পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় না হেঁটে দু’দলই নিজেদের সেরা একাদশ নামায় ৷ টি টোয়েন্টি ফর্ম্যাটে রান তাড়া করে জেতায় ক্রমেই দক্ষ হয়ে উঠেছে মেন ইন ব্লু’রা ৷ এদিন তাই টস জিতে প্রথমে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ-কুলদীপদেরও এদিন ছাপিয়ে গিয়েছেন সাইনি-শার্দুল ঠাকুররা ৷ তাঁদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানই স্কোরবোর্ডে তুলতে পারে শ্রীলঙ্কা ৷
A clinical performance by #TeamIndia in Indore.
Will the boys clinch the series in Pune? #INDvSL pic.twitter.com/6Hm0jPVYC1 — BCCI (@BCCI) January 7, 2020
স্কোরবোর্ডে মাত্র ১৪২ রানের পুঁজি নিয়ে এই ভারতীয় দলকে টেক্কা দেওয়া যে মোটেই সহজ কাজ নয় ৷ তা আর বলার অপেক্ষা রাখে না ৷ তাও ম্যাচ যখন আবার মেন ইন ব্লু’দের নিজেদের ডেরায় ৷ তাই যেমন ভাবা হয়েছিল, ম্যাচের রেজাল্টেও ঠিক তেমনটাই দেখা গেল এদিন ৷ ১৫ বল বাকী থাকতেই ৭ উইকেটে অনায়াসে ম্যাচ জিতল কোহলি ব্রিগেড ৷ দুই ওপেনার শিখর ধাওয়ান (৩২) এবং কে এল রাহুল (৪৫)-এর ভাল শুরুর পর দলকে জেতানোর জন্য বাকী কাজটা করলেন শ্রেয়াস আইয়ার (৩৪) এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ১৭ বলে ৩০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান ভারত অধিনায়ক ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান করতেও সফল কোহলি ৷ বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নবদীপ সাইনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SL, Virat Kohli