Home /News /sports /
খেলা হল মাত্র ২১ ওভার, শুক্রবার দিনভর ইডেনে তাহলে কী হল ?

খেলা হল মাত্র ২১ ওভার, শুক্রবার দিনভর ইডেনে তাহলে কী হল ?

Photo: PTI

Photo: PTI

ম্যাচ রিপোর্ট লেখার তাড়া নেই। বৃষ্টিতে খেলাই হচ্ছে না।

 • Share this:

  #কলকাতা: ম্যাচ রিপোর্ট লেখার তাড়া নেই। বৃষ্টিতে খেলাই হচ্ছে না। অগত্যা ইডেনে ঘুরঘুর। ক্যামেরার নো-এন্ট্রি। তাই ভরসা নোটবুক। আর সজাগ খবরিলালের মগজাস্ত্র। দিনভর কী কী হল ? তাই নিয়েই এখন ঝলকে ইডেন।

  বুনের প্রত্যাবর্তন

  বেঁটে। গাঁট্টাগোট্টা। পুরু গোঁফ। ইডেনে একটাই ম্যাচ খেলেছেন। ৮৭-র বিশ্বকাপ ফাইনাল। বর্ডারের অস্ট্রেলিয়াকে কাপ জেতাতে তাঁর ছিল ৭৫। ৩০ বছর পর আবার ইডেনে। এবার আইসিসি ম্যাচ রেফারির ভূমিকায় ডেভিড বুন।

  নেহরাজি ক্যায়সে হো ?

  একজন টিমে থেকেও ম্যাচ নেই। অন্যজন সদ্য অবসর নিয়ে ধারাভাষ্যে অভিষেক ম্যাচে। নেহরাজিকে দেখেই ছুটে এলেন রোহিত। তারপর তেতলায় প্রেসিডেন্টের বক্সে জমিয়ে আড্ডা হল ঘণ্টাখানেক।

  অপয়া’ ইডেন

  ইডেন তাঁর কাছে কোনওদিনও পয়া নয়। ৯১-এ এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হেরেছেন। ৯৩-এ হিরো কাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এবার খেলছেন না। লাকমলদের বোলিং কোচ। ভাগ্যের চাকা কী ঘুরবে ? রুমেশ রত্নায়েকে বললেন, দেখা যাক।

  PTI11_16_2017_000017B

  ঘুমন্ত হেডেন-রাসেল

  কোথায় সেই ১৬ বছর আগের সৌরভ-স্টিভের হাড্ডাহাড্ডি টেস্ট। বৃষ্টিতে ম্যাচ বন্ধ। বিরক্তির একশেষ। কাঁহাতক আর বকবক করা যায়! স্যাঁতসেঁতে দুপুর। কফিতেও কাটছে না ঢুলুনি। অগত্যা কম বক্সের পাশের ঘরের ডেস্কে মাথা রেখেই চুটিয়ে ঘুম দিলেন ম্যাথু হেডেন আর রাসেল আর্নল্ড।

  মহারাজ ‘ঘেরাও’

  আড়াইটে বাজতে না বাজতেই ধুয়ে গেল দ্বিতীয় দিনের খেলা। মাঠ ছাড়ার মুখে ইডেনের নতুন ওয়াল আর্ট দেখছিলেন মহারাজ। ততক্ষণে সৌরভের গাড়িকে ঘিরে ফেলেছে শ’খানেকের ভিড়। চলল সেলফির ধুম। গাড়িতে পৌঁছতে বেগ পেলেন ড্রাইভারও।

  লক্ষ্মণের হাসি

  টেস্টের মেজাজ তেঁতো করেছে নিম্নচাপ। তবু লক্ষ্মণ হাসছেন কেন? জিজ্ঞেস করতেই রহস্যভেদ করলেন ভিভিএস। অমৃতসরে রঞ্জির খবর নিচ্ছিলেন। বললেন ‘বোলাররা কাঁপিয়ে দিয়েছে পঞ্জাবকে। পুরো পয়েন্ট পাওয়া উচিত বাংলার।’

  রিপোর্টার: প্রদীপ্ত গোস্বামী

  65323508b81a42e9b4e8bd82a1281b53-65323508b81a42e9b4e8bd82a1281b53-0

  First published:

  Tags: Eden Gardens, India, Kolkata, Srilanka

  পরবর্তী খবর