corona virus btn
corona virus btn
Loading

গত বারের হারের স্মৃতি ভুলে গলে টেস্ট জিততে মরিয়া টিম ইন্ডিয়া

গত বারের হারের স্মৃতি ভুলে গলে টেস্ট জিততে মরিয়া টিম ইন্ডিয়া
Photo: PTI

গল জ্বালা ভুলে ভাল শুরু চান অধিনায়ক। ভরসা রাখছেন টিম ইউনিটিতেই।

  • Share this:

#গল: লক্ষ্মীবারে গলের মাঠে ভারতের শ্রীলঙ্কা অভিযান। টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর শেষ অ্যাসাইনমেন্টে ২০১৫-তে সিরিজ জিতলেও গলে হেরেছিলেন কোহলিরা। এবার ফের টিম ইন্ডিয়ার হটসিটে শাস্ত্রী। সঙ্গে অধিনায়ক কোহলি তো থাকছেনই। গল জ্বালা ভুলে ভাল শুরু চান অধিনায়ক। ভরসা রাখছেন টিম ইউনিটিতেই। সেটা বোঝা গেল প্র্যাকটিসের মাঝে লাঞ্চ সেশনে।

এক গলেই হোঁচট খেয়ে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতা। আবার সেই গল থেকেই শুরু। বৃহস্পতিবার সরকারিভাবে শুরু ভারতের শ্রীলঙ্কা সফর। ৩ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। ম্যাচ শুরুর আগেই ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। চোট, অসুস্থতায় নেই মুরলী বিজয়, কেএল রাহুল। বদলে ওপেন করবেন শিখর ধাওয়ান ও অভিনব মুকুন্দ। নতুন জুটি। তবু আশাবাদী কোহলি-শাস্ত্রী জুটি। দীর্ঘদিন পরে টেস্ট দলে ফিরেছেন রোহিত শর্মা। মিডল-অর্ডারে তাঁর ব্যাট থেকে বড় রানের আশায় টিম ম্যানেজমেন্ট।

5afbdf36fe1e48b0ab08f3f1714bc159-5afbdf36fe1e48b0ab08f3f1714bc159-0

মাইলস্টোন ম্যাচের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন। গলে ৫০তম টেস্ট খেলবেন তিনি। এর জন্য যথেষ্ট ফোকাসড ভারতীয় অল-রাউন্ডার। দাবি করছেন, এই সিরিজে তাঁর নিজের থেকে প্রত্যাশাটা অনেক বেশি। তবে বোলিং কম্বিনেশন কী হবে, সেই নিয়ে কিছুটা চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

AP7_25_2017_000229B

First published: July 25, 2017, 7:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर