কেপটাউন: ঋষভ পন্থের (Rishabh Pant) জায়গায় ঋদ্ধিকে প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিৎ ৷ এই দাবি মাঝেমধ্যেই ওঠে ৷ ঋষভের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব অনেকসময়েই লক্ষ্য করা গিয়েছে ৷ উইকেটকিপিংয়ের দিক থেকেও তাঁর চেয়ে ঋদ্ধিমান ঢের বেশি এগিয়ে ৷ এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ কিন্তু বৃহস্পতিবার যে ইনিংসটা তিনি খেললেন, তাতে আরও বেশিদিন ঋদ্ধির রিজার্ভে বসে থাকার সম্ভাবনাই বেশি ৷
আরও পড়ুন-দুর্গন্ধ পেয়েও বেঁচে ওঠার আশায় দম্পতি দু’মাস আটকে রেখেছিলেন মেয়ের লাশ!
The rest of the Indian batters 👉 70 runs
Rishabh Pant 👉 100* What a knock 👏 Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/cj8oyz7Dsl — ICC (@ICC) January 13, 2022
টিমের গোটা টপ অর্ডার ব্যর্থ ৷ দক্ষিণ আফ্রিকার পেসারদের আগুনে বোলিংয়ের সামনে কোনও জবাবই ছিল ভারতীয় ব্যাটসম্যানদের ৷ ব্যাট করতে নেমে একে একে প্যাভিলিয়ানে ফিরলেও বৃহস্পতিবার নিজের জীবনের অন্যতম সেরা ইনিংসটা খেলে ফেললেন ঋষভ পন্থ ৷
টেস্ট ক্রিকেটে ঋষভের এই সেঞ্চুরি দেখার পরে প্রশংসা ভেসে আসছে বিশ্বের সব জায়গা থেকেই ৷ মুগ্ধ সুনীল গাভাসকর ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, ‘‘আমার দেখা ভারতীয় ব্যাটসম্যানদের খেলা অন্যতম সেরা ইনিংস। কী অসাধারণ ব্যাটিং করল ঋষভ। অবিশ্বাস্য। শট খেলার এত সময় পেয়ে যাচ্ছিল ও।’’
আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার চাই আর ১১১ রান, বিরাটরা কি আজ পারবেন কেপটাউনের মাঠে ইতিহাস সৃষ্টি করতে ?
বিদেশের মাঠে ঋষভ পন্থের পারফরম্যান্স বেশ ভালোই ৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও টেস্টে সেঞ্চুরি করা হয়ে গেল দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যানের ৷ এর আগে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে ৷ ৯০ রান করেছিলেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, Rishabh Pant, South Africa