হোম /খবর /খেলা /
ঋষভের সেঞ্চুরি অসাধারণ... পন্থের খেলায় মুগ্ধ গাভাসকর

Rishabh Pant: ঋষভের সেঞ্চুরি অসাধারণ... পন্থের খেলায় মুগ্ধ গাভাসকর

Photo Courtesy: ICC

Photo Courtesy: ICC

Sunil Gavaskar hails Rishabh Pant's century: ১৩৯ বলে ঋষভের অপরাজিত ১০০ রানের সৌজন্যেই এই টেস্টে এখনও লড়াইয়ে রয়েছে ভারত ৷

  • Last Updated :
  • Share this:

কেপটাউন: ঋষভ পন্থের (Rishabh Pant) জায়গায় ঋদ্ধিকে প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিৎ ৷ এই দাবি মাঝেমধ্যেই ওঠে ৷ ঋষভের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব অনেকসময়েই লক্ষ্য করা গিয়েছে ৷ উইকেটকিপিংয়ের দিক থেকেও তাঁর চেয়ে ঋদ্ধিমান ঢের বেশি এগিয়ে ৷ এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ কিন্তু বৃহস্পতিবার যে ইনিংসটা তিনি খেললেন, তাতে আরও বেশিদিন ঋদ্ধির রিজার্ভে বসে থাকার সম্ভাবনাই বেশি ৷

আরও পড়ুন-দুর্গন্ধ পেয়েও বেঁচে ওঠার আশায় দম্পতি দু’মাস আটকে রেখেছিলেন মেয়ের লাশ!

জোহানেসবার্গের টেস্টের পরেই তাঁকে সরানোর দাবি উঠলেও টিম ম্যানেজমেন্ট তাঁকে আরও একটা সুযোগ দিয়ে যে কোনও ভুল করেনি, বৃহস্পতিবার কেপটাউনেই তা প্রমাণ হল ৷ ১৩৯ বলে ঋষভের অপরাজিত ১০০ রানের সৌজন্যেই এই টেস্টে এখনও লড়াইয়ে রয়েছে ভারত ৷

টিমের গোটা টপ অর্ডার ব্যর্থ ৷ দক্ষিণ আফ্রিকার পেসারদের আগুনে বোলিংয়ের সামনে কোনও জবাবই ছিল ভারতীয় ব্যাটসম্যানদের ৷ ব্যাট করতে নেমে একে একে প্যাভিলিয়ানে ফিরলেও বৃহস্পতিবার নিজের জীবনের অন্যতম সেরা ইনিংসটা খেলে ফেললেন ঋষভ পন্থ ৷

টেস্ট ক্রিকেটে ঋষভের এই সেঞ্চুরি দেখার পরে প্রশংসা ভেসে আসছে বিশ্বের সব জায়গা থেকেই ৷ মুগ্ধ সুনীল গাভাসকর ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, ‘‘আমার দেখা ভারতীয় ব্যাটসম্যানদের খেলা অন্যতম সেরা ইনিংস। কী অসাধারণ ব্যাটিং করল ঋষভ। অবিশ্বাস্য। শট খেলার এত সময় পেয়ে যাচ্ছিল ও।’’

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার চাই আর ১১১ রান, বিরাটরা কি আজ পারবেন কেপটাউনের মাঠে ইতিহাস সৃষ্টি করতে ?

বিদেশের মাঠে ঋষভ পন্থের পারফরম্যান্স বেশ ভালোই ৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও টেস্টে সেঞ্চুরি করা হয়ে গেল দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যানের ৷ এর আগে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে ৷ ৯০ রান করেছিলেন তিনি ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: India, Rishabh Pant, South Africa