corona virus btn
corona virus btn
Loading

ধোনির টেস্ট ক্রিকেট ছাড়াটা উচিৎ হয়নি, মত গাভাসকরের

ধোনির টেস্ট ক্রিকেট ছাড়াটা উচিৎ হয়নি, মত গাভাসকরের
File Photo

দলে একজন ভাল উইকেটকিপার ব্যাটসম্যানের যে অত্যন্ত প্রয়োজন, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

  • Share this:

#কলকাতা: কেপটাউন টেস্টে হার দিয়েই দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল টিম ইন্ডিয়া ৷ প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও এখন বেকায়দায় কোহলি ব্রিগেড ৷ তবে আরও একটা বিষয়ও ভাবিয়ে তুলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ৷ সেটা হল দলের উইকেটকিপারের জায়গাটা ৷

ঋদ্ধিমান চোট পাওয়াতে দ্বিতীয় টেস্টে তাঁর জায়গায় খেলানো হচ্ছে পার্থিব প্যাটেলকে ৷ কিন্তু তাঁর পারফরম্যান্সেও সন্তুষ্ট নয় দল ৷ জোহানেসবার্গে তৃতীয় টেস্ট থেকেও ঋদ্ধিমান ছিটকে যাওয়ার পর কোনও ঝুঁকি না নিয়ে দীনেশ কার্তিককে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হচ্ছে ৷ এদিকে কিপার ঋদ্ধি তাঁর পারফরম্যান্সে নজর কাড়লেও ব্যাটিংয়ে সেভাবে পারফর্ম করতে ব্যর্থ বাংলার উইকেটরক্ষক ৷

এবছর ভারতের একের পর এক বিদেশ সফর ৷ এই অবস্থায় দলে একজন ভাল উইকেটকিপার ব্যাটসম্যানের যে অত্যন্ত প্রয়োজন, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ মহেন্দ্র সিং ধোনিকে তাই ভালমতোই এখন মিস করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ৷ সেই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকরও ৷ ধোনির এখনই টেস্ট ক্রিকেট ছাড়াটা উচিৎ হয়নি বলেই মত তাঁর ৷ গাভাসকর বলেন, ‘‘ ধোনি যদি চাইতেন টেস্ট খেলা চালিয়ে যেতে, তাহলে তিনি চালিয়ে যেতেই পারতেন ৷ অধিনায়কত্বের চাপ অনেকটাই পড়েছিল ওঁর উপর ৷ আমি আরও খুশি হতাম যদি ধোনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে দুই ফর্ম্যাটেই খেলা চালিয়ে যেতেন ৷ হয়তো ও ভেবেছিল যে এখন সরে যাওয়াটাই ঠিক সিদ্ধান্ত ৷ ’’  

First published: January 17, 2018, 2:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर