হোম /খবর /খেলা /
দক্ষিণ আফ্রিকার চাই আর ১১১ রান,বিরাটরা কি আজ পারবেন কেপটাউনে ইতিহাস সৃষ্টি করতে?

India vs South Africa: দক্ষিণ আফ্রিকার চাই আর ১১১ রান, বিরাটরা কি আজ পারবেন কেপটাউনের মাঠে ইতিহাস সৃষ্টি করতে ?

Photo: ICC/Twitter

Photo: ICC/Twitter

India vs South Africa, 3rd Test: বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত শতরান করেন ঋষভ পন্থ ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে শতরান করেন পন্থ ৷

  • Last Updated :
  • Share this:
ভারত: ২২৩ ও ১৯৮দক্ষিণ আফ্রিকা: ২১০ ও ১০১/২জয়ের জন্য ১১১ রান আরও প্রয়োজন দক্ষিণ আফ্রিকার

কেপটাউন: দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন মাত্র ১১১ রান ৷  ভারতের দরকার বিপক্ষের ৮টা উইকেট ৷ আজ, শুক্রবার কি কেপটাউনের (Capetown Test) মাঠে ইতিহাস সৃষ্টি করতে পারবে কোহলি অ্যান্ড কোম্পানি ? রানের বিচারে এখনও ম্যাচ হেলে রয়েছে প্রোটিয়াদের দিকেই ৷ তবে টেস্ট ক্রিকেটে সব কিছুই ঘটা সম্ভব ৷ হাতে আরও দু’দিন রয়েছে ৷ ফলে বৃষ্টি ছাড়া এই টেস্টের ফয়সালা হচ্ছেই ৷ এই টেস্ট জিতলেই ভারতের প্রথম অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুযোগ বিরাট কোহলির সামনে (India vs South Africa 3rd Test)।

আরও পড়ুন-Psoriasis সারিয়ে নতুন বছরে পান নতুন জীবন, পথ দেখাবে কলকাতা!

বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত শতরান করেন ঋষভ পন্থ ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে শতরান করেন পন্থ ৷ ১৩৯ বল খেলে ১০০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷  এদিনও ব্যর্থ পূজারা (৯) এবং রাহানে (১) ৷

দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বল করেন রাবাডা, জানসেনরা। তিনটি করে উইকেট নিয়েছেন রাবাডা এবং এনগিডি। ৪টি উইকেট নেন জানসেন। প্রোটিয়া পেসারদের দাপটে পন্থ বাদে বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অধিনায়ক বিরাট কোহলির ৷ ২৯ রান করে এনগিডির শিকার হন তিনি ৷  দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ১১১ রান ৷ ক্রিজে রয়েছেন পিটারসেন ৷ ৪৮ রানে ব্যাট করছেন তিনি ৷ মারক্রাম, এলগারকে ফেরালেও খুব একটা স্বস্তিতে নেই ভারতীয় বোলাররা ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: India, South Africa