কেপটাউন: দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন মাত্র ১১১ রান ৷ ভারতের দরকার বিপক্ষের ৮টা উইকেট ৷ আজ, শুক্রবার কি কেপটাউনের (Capetown Test) মাঠে ইতিহাস সৃষ্টি করতে পারবে কোহলি অ্যান্ড কোম্পানি ? রানের বিচারে এখনও ম্যাচ হেলে রয়েছে প্রোটিয়াদের দিকেই ৷ তবে টেস্ট ক্রিকেটে সব কিছুই ঘটা সম্ভব ৷ হাতে আরও দু’দিন রয়েছে ৷ ফলে বৃষ্টি ছাড়া এই টেস্টের ফয়সালা হচ্ছেই ৷ এই টেস্ট জিতলেই ভারতের প্রথম অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুযোগ বিরাট কোহলির সামনে (India vs South Africa 3rd Test)।
আরও পড়ুন-Psoriasis সারিয়ে নতুন বছরে পান নতুন জীবন, পথ দেখাবে কলকাতা!
বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত শতরান করেন ঋষভ পন্থ ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে শতরান করেন পন্থ ৷ ১৩৯ বল খেলে ১০০ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ এদিনও ব্যর্থ পূজারা (৯) এবং রাহানে (১) ৷
Stumps!
Bumrah snares Elgar at the very end, setting up an intriguing fourth day. South Africa need 111 runs to win, India eight wickets 👀 Watch #SAvIND live on https://t.co/CPDKNxpgZ3 (in select regions)#WTC23 | https://t.co/Wbb1FE2mW1 pic.twitter.com/vKcwRxGMk9 — ICC (@ICC) January 13, 2022
দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বল করেন রাবাডা, জানসেনরা। তিনটি করে উইকেট নিয়েছেন রাবাডা এবং এনগিডি। ৪টি উইকেট নেন জানসেন। প্রোটিয়া পেসারদের দাপটে পন্থ বাদে বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অধিনায়ক বিরাট কোহলির ৷ ২৯ রান করে এনগিডির শিকার হন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ১১১ রান ৷ ক্রিজে রয়েছেন পিটারসেন ৷ ৪৮ রানে ব্যাট করছেন তিনি ৷ মারক্রাম, এলগারকে ফেরালেও খুব একটা স্বস্তিতে নেই ভারতীয় বোলাররা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, South Africa