#বিশাখাপত্তনম :বিরাট কোহলি ভারতের অধিনায়ক ৷ রবিবার থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ ৷ তার আগে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক ৷ পুলওয়ামা জঙ্গি সন্ত্রাসের পর গোটা দেশে পাকিস্তান বিরোধী হাওয়া জোরালো ৷ বিভিন্ন ক্রিকেটার অনেক দিন থেকে সওয়াল করছেন বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান ম্যাচ বয়কটের ৷ শুক্রবার এই নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি-কে মেলও করেছে বিসিসিআই ৷ যেখানে সন্ত্রাস দমনে ভূমিকা নেওয়া সব রাষ্ট্রকেই আবেদন করা হয়েছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বন্ধ রাখার জন্য ৷
এরইমধ্যে ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন বিরাট কোহলি ৷ তিনি জানিয়েছেন এই বিষয়ে সরকার ও বিসিসিআই যা সিদ্ধান্ত নেবেন ক্রিকেটরার সকলেই সেটা মেনে চলবেন ৷ আসলে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ভারত আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না এই জল্পনা এখন ক্রিকেট মহলে জোরদার ৷ আসলে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যুর বিরুদ্ধে গোটা দেশ একত্রিত ৷ আর ক্রিকেটাররাও সেই পথেই হাঁটছেন ৷ বিরাট কোহলি যা বলেছেন ...
আরও দেখুন#WATCH Virat Kohli on Ind Vs Pak in World Cup says, "Our sincere condolences to the families of CRPF soldiers who lost their lives in #PulwamaAttack. We stand by what the nation wants to do and what the BCCI decides to do." pic.twitter.com/gjyJ9qDxts
— ANI (@ANI) February 23, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Cricket World Cup 2019, India vs Australia, India Vs pakistan, Virat Kohli, বিরাট কোহলি