#ম্যাঞ্চেস্টার: বিরাট জয়ে বিশ্বকাপ থেকে কার্যত ছুটি ঘণ্টা বেজে গেল পাকিস্তানের। ম্যাঞ্চেস্টারের মহারণে ডাকওয়ার্থ-লুইসে ভারত জিতল ৮৯ রানে। ভারতীয় রাজনীতিতে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়া ছিল সিপিএমের ঐতিহাসিক ভুল। তা-হলে, ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠানো পাক অধিনায়ক সরফরাজের সিদ্ধান্ত কী ? ম্যাচের আগে আক্রম থেকে ওয়াকার পই পই করে বলেছিলেন, বাবা টস জিতলে ব্যাট নিও। কারণ, ভারতের এই ব্যাটিং লাইন আপকে তোমার বোলিং অ্যাটাক সামলাতে পারবে না। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী। ইমরান পরামর্শ দেন, এই ম্যাচে মাঠে নামতে হবে দলের সেরা ক্রিকেটারদের নিয়ে। এই সব কী সরফরাজ দেখেছিলেন ? ম্যাচ হারের পর এখন এইসব প্রশ্ন উঠবেই ৷