হোম /খবর /খেলা /
India vs Pakistan: টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিসমা মাহরুফের

India vs Pakistan: টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিসমা মাহরুফের

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

India vs Pakistan: ২২ গজে আরও একবার মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। মহিলা টি-২০ বিশ্বকাপের মঞ্চে মহারণ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিসমা মাহরুফ।

  • Share this:

কেপটাউন: আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ২০২৩-এ আজ মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে মহিলা টিম ইন্ডিয়া। কেপটাউনে মেগা ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করাই লক্ষ্য হরমনপ্রীত কউর ও বিসমা মাহরুফের দলের। তবে মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতের। টস হেরে বসলেন হরমনপ্রীত। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিসমা মাহরুফ।

কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। টস জিতলে ব্যাটিং করার পরিকল্পনা ছিল হরমনপ্রীত কউরের। কারণ উইকেটে পরের দিকে রান চেজ করা সমস্যা হতে পারে। তবে টস হারলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারতীয় দল। এই ম্যাচে চোটের কারণে খেলছেন না স্মৃতি মন্ধনা। তার জায়গায় শেফালি ভার্মার সঙ্গে কে ইনিংসের শুরু করবে তা নিয়ে একটি জল্পনা ছিল। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে শেফালির সঙ্গে নামতে চলেছেন যস্তিকা ভাটিয়া।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ: শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), রাধা যাদব, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, রেনুকা সিং।

পাকিস্তানের একাদশ: সিদরা আমিন, জাভেরিয়া খান, বিসমাহ মারুফ (ক্যাপ্টেন), মুনিবা আলি (উইকেটকিপার), নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, সাদিয়া ইকবাল, ফতিমা সানা, নাশরা সান্ধু ও আইমন আনোয়ার।

Published by:Sudip Paul
First published:

Tags: Icc women t20 world cup 2023, India Vs pakistan, Indian Women Cricket Team