কেপটাউন: মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান। পাকিস্তানের বিসমা মাহরুফের অধিনায়কোচিত ইনিংস সঙ্গে আয়েশা নাসিমের মারকাটারি ব্যাটিং। দুইয়ের সৌজন্যে ২০ ওভারে ১৪৯ রানের বড় স্কোর করল পাকিস্তান। ম্যাচে ভারতকে খারাপ ফিল্ডিংয়েরও খেসারত দিতে হয়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বিসমা মাহরুফ। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাধা যাদব।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও লড়াই করার মত স্কোরে পৌছতে কোনও অসুবিধা হয়নি। ম্যাচের ১০ রানেই প্রথম উইকেট পড়ে। ৮ রান করে দীপ্তি শর্মার বলে আউট হন জাভেরিয়া খান। এরপর অধিনায়ক বিসমা মাহরুফ ও মুনিবা আলি একটু ধীর গতিতে হলেও ৩২ রানের পার্টনারশিপ করেন। ৪২ রানে দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। ১২ রান করে রাধা যাদবের বলে আউট হন মুনিবা আলি। নিদা দার এসে খাতা না খুলেই পুজা ভাস্ত্রাকারের শিকার হন।
একদিক থেকে উইকেট পড়লেও অপর দিকে ঠান্ডা মাথায় ইনিংস গড়তে থাকেন বিসমা মাহরুফ। সিদরা আমিনও বড় স্কোর করতে ব্যর্থ হন। ১১ রান করে রাধা যাদবের দ্বিতীয় শিকার হন সিদরা। ৬৮ রানে চতুর্থ উইকেট পড়ার পর পাকিস্তানের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান আয়েশা নাসিম ও বিসমা মাহরুফ। আয়েশা প্রথম থেকেই মারকাটারি ইনিংস খেলেন। একের পর এক বাউন্ডারি মারেন। অপরদিকে, নিজের অর্ধশতরান পূরণ করেন বিসমা। ৫০ রানের পার্টনারশিপ করেন বিসমা-আয়েশা জুটি।
শেষের দিকে স্লগ ওভারে রানের গতিবেগ আরও বাড়ান দুই পাকিস্তানি ব্যাটার। উইকেট না পড়ায় চাপ বাড়তে থাকে ভারতীয় দলের উপরই। শেষের দিকে দুটি ক্যাচও ফেলে ভারতীয় দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে পাকিস্তান। ৮১ রানের পার্টনারশিপ করেন বিসমা ও আয়েশা। ৬৮ রানে অপরজিত থাকেন বিসমা মাহরুফ ও ৪৩ রানে অপরাজিত থাকেন আয়েশা নাসিম। ভারতের টার্গেট ১৫০ রান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Icc women t20 world cup 2023, India Vs pakistan, Indian Women Cricket Team