Home /News /sports /
India vs New Zealand: 2nd Test: দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির, দেখে নিন প্রথম একাদশ

India vs New Zealand: 2nd Test: দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির, দেখে নিন প্রথম একাদশ

Toss update of Ind vs NZ of 2nd test and playing 11- Photo Courtesy- BCCI/Twitter Vidieo grab

Toss update of Ind vs NZ of 2nd test and playing 11- Photo Courtesy- BCCI/Twitter Vidieo grab

দেখে নিন সাড়ে এগারোটার সময় হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্টের (2nd Test) টসের (Toss) ভিডিও৷

 • Share this:

  #মুম্বই: সকাল থেকে দুবার মাঠ পর্যবেক্ষণের পর সাড়ে এগারোটার সময় হল ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand)  দ্বিতীয় টেস্টের (2nd Test) টস৷ বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল টসে জিতে ব্যাট করবে৷ একাধিক ক্রিকেটারের চোট থাকায় এদিন আশা করা হয়েছিল হনুমা বিহারী  (Hanuma Bihari) দলে থাকতে পারেন কিন্তু প্রথম একাদশে জায়গা হল না তাঁর৷

  দেখে নিন ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ)  দ্বিতীয় টেস্ট  (2nd Test) ম্যাচে দুই দলের প্রথম একাদশ (Playing 11)৷

  দেখে নিন সাড়ে এগারোটার সময় হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্টের (2nd Test) টসের  (Toss) ভিডিও৷

  আরও পড়ুন - Good Health Tips: শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, এই মশলা ও ভেষজে Lifestyle হবে বিন্দাস

  এদিকে এর আগে সকাল সাড়ে নটায় টস নির্ধারিত থাকায় ভিজে আউট ফিল্ডের জন্য তা সময়ে করা যায়নি৷ একঘণ্টার বাদের মাঠ পর্যবেক্ষণেও ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্ট ম্যাচের টসের (Toss) সময় নির্ধারিত হল না৷ বোলার রানার আপ খানিকটা শুকোলেও মাঠের তলায় এখনও ভিজে ভাব রয়েছে৷ বেলা ১১.৩০ নাগাদ হবে পরের মাঠ পর্যবেক্ষণ৷ দেখা হবে যদি দুপুরের সেশনে ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ)  দ্বিতীয় টেস্ট (2nd Test) খেলা যায়৷

  এদিকে খেলা নির্ধারিত সময়ে শুরু না হতে পারায় আগেই লাঞ্চ নিয়ে নিল ভারত বনাম নিউজিল্যান্ড  (India vs New Zealand)৷

  ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্ট (2nd Test) শুরু হল না নির্ধারিত সময়ে৷ এদিকে দলে বাদ গেলেন অজিঙ্ক রাহানে ( Ajinkya Rahane), ইশান্ত শর্মা (Ishant Sharma) , রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷ ইশান্ত বাঁ হাতের কড়ে আঙুল ভেঙে ফেলেছেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand)  প্রথম টেস্টের শেষ দিনে এই কাণ্ড ঘটেছে৷ জাদেজা প্রথম টেস্টের সময়েই ফোর আর্মের চোটের জন্য স্ক্যানের জন্য গেছে৷  অন্যদিকে অজিঙ্ক রাহানে বাঁ হাতের হ্যামস্ট্রিংয়ে টানের জন্য  এই টেস্টে নেই৷

  আরও পড়ুন - 6 Cauliflower in One Plant: কাণ্ডটা কী! একটা ফুলকপি গাছে ফলেছে ৬ টি কপি, নিমেষে Viral

  এদিকে মাঠ ভিজে থাকার কারণে ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্টে  (2nd Test) টস (Toss) নির্ধারিত সময়ে হওয়া গেল না৷

  শুক্রবার থেকে ওয়াংখেড়েতে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট (IND vs NZ, 2nd Test) ৷ কিন্তু মুম্বইয়ের আবহাওয়া চিন্তায় রাখছে দু’দলের ক্রিকেটারদের ৷ গত দু’দিন মুম্বইয়ে তুমুল বৃষ্টিতে মাঠে প্র্যাকটিস করা সম্ভব হয়নি ৷ প্রায় বিনা প্র্যাকটিসেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন উইলিয়ামসনরা (India vs New Zealand) ৷

  প্রবল বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় দু’দলই মাঠে এসে অনুশীলন বাতিল করে দেয় ৷ ভারতীয় দল অবশ্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন করেছে ৷ কিন্তু নিউজিল্যান্ড দল ইন্ডোরে অনুশীলন করেনি ৷

  বৃষ্টির জন্যই কিছুটা কৌশল বদলাতে পারে দু’দল। যে কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চূড়ান্ত এগারো বেছে নিতে। আবহাওয়ার যা পূর্বাভাস, আজ সকালের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তারপর যত বেলা গড়াবে আবহাওয়ার বদল ঘটবে ৷ দিনভর মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা গোটা দিন জুড়ে নেই ৷ মুম্বইয়ের মেঘলা আকাশে ওয়াংখেড়ের পিচ কেমন আচরণ করে, পেসাররা কতটা সাহায্য পান, সেটাই এখন দেখার৷

  ওয়াংখেড়ের লাল মাটির উইকেটে স্পিনাররা যেমন সাহায্য পাবে, তেমন বাউন্সও থাকবে এই উইকেটে। বৃষ্টির জন্য পিচ যথেষ্ট ‘রোল’ করাও হয়েছে কি না, সন্দেহ। এই টেস্টে খেলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: IND vs NZ, Indian Cricket Team

  পরবর্তী খবর