CWC 2019: ‘‘চিরকাল তুমিই আমার শিক্ষক...,’’ ধোনির উদ্দেশে কী জানালেন বিরাট ? দেখে নিন

CWC 2019: ‘‘চিরকাল তুমিই আমার শিক্ষক...,’’ ধোনির উদ্দেশে কী জানালেন বিরাট ? দেখে নিন
  • Share this:

#ম্যাঞ্চেস্টার: তিনি জানেন না এই বিশ্বকাপের পর আর মহেন্দ্র সিং ধোনি প্যাড-আপ করবেন কী না ? তিনি জানেন না, ধোনির ব্যাটিংয়ে কী ভুল আছে ? তিনি এটুকু জানেন, তাঁর এমএস এখনও তাঁর শিক্ষক। এমনকী, ভবিষ্যতেরও। বক্তা ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ব্যক্তি বিরাট আবেগহীন। তাঁর আগ্রাসন ছাপিয়ে যায় মহারাজকীয় পরিব্যপ্তিকে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে এই বিশ্বকাপে বারবার আবেগঘন অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটে তাঁর একমাত্র শিক্ষক মাহি। আট বছর আগে। এমনকী আট বছর পরেও। এই বিশ্বকাপেও একাধিক ম্যাচে তাঁকে কঠিন মুহূর্তের মধ্যে পড়তে হয়েছে। মুশকিল আসানের নাম ধোনি।

আট বছর আগে তিনি ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য। খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন দ্য গ্রেট সচিন তেন্ডুলকরকে। তবুও, কোথাও যেন দ্রোণাচার্য হিসেবে ধোনিকে তিনি এগিয়ে রাখবেন। তিনি জানেন না এই বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের মাহি-যুগের শেষ কী না ? তিনি জানেন না, বিশ্বকাপের পরেই তাঁর শিক্ষক পুরোপুরি ভাবে ভারতীয় ক্রিকেট সংসারের চাবি তাঁর হাতে ছেড়ে দেবেন কীনা ? যাই হোক না কেন, বিরাট ছাত্রের মনে চিরকাল থাকবেন মাস্টারমশাই মাহি।

First published: 05:03:08 PM Jul 09, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर