ইন্দোর: একদিনের ক্রিকেটে রোহিত শর্মার ফর্ম নিয়ে বেশ কিছু দিন ধরেই নানা সমালোচনা হচ্ছিল। দীর্ঘ দিন ধরে ভারত অধিনায়কের ব্যাটে কেন নেই কোনও শতরান তা নিয়ে চলছি কাটা-চেরা। অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শতরান করলেন হিটম্যান। ইন্দোরে ৮৫ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলেন রোহিত শর্মা। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৬টি ছক্কা দিয়ে। এরপরই সাংবাদিক বৈঠকে এসে সমালোচকদের একহাত নিলেন রোহিত।
View this post on Instagram
সাংবাদিক বৈঠকে কামব্যাক শব্দটি নিয়েই অখুশি দেখা যায় রোহিত শর্মাকে। তিনি বলেন,'আপনারা বলছেন ৩ বছর ধরে শতরান পাইনি। কিন্তু তার মধ্যে ২০২০ সালে কোভিডের জন্য ৮ মাস ক্রিকেট বন্ধ ছিল। ২০২১ সালে আমরা বেশিরভাগটাই টি-২০ ক্রিকেট খেলেছি। আর টি-২০ ক্রিকেটে এই মুহূর্তে সবথেকে ভালো ব্যাটিং করছেন সূর্যকুমার যাদব। সে দুটি শতরান করা ছাড়া আর কেউ শতরান করেনি। টেস্ট ক্রিকেটে আমি ২টি ম্যাচ খেলেছি। তারপর চোটের জন্য বাইরে ছিলান। তো কে কটা ম্যাচ খেলেছে সেটা দেখেই প্রশ্ন করা উচিৎ।'
আরও পড়ুনঃ Lionel Messi: বরফে ঘেরা পুলের জলে উষ্ণতার খোঁজে মেসি, আল্পসে ভাইরাল লিও-আন্তোনেলার রোম্যান্স
প্রসঙ্গত, রোহিত শর্মার ব্যাটে শতরান আসার সঙ্গে সঙ্গে রেকর্ড বুকেও নাম লিখিয়েছেন ভারত অধিনায়ক। বর্তমান একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান করে শীর্ষে সচিন তেন্ডুলকর। ৪৬টি শতরান করে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ৩০টি শতরান করে তৃতীয় ছিলেন রিকি পন্টিং। তবে ৩০টি শতরান করতে পন্টিং ৩৭৫ ম্যাচ নিয়েছিলেন। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই শতরান করে মাত্র ২৪১ টি ম্যাচেই ৩০টি শতরান করে ফেললেন রোহিত। ফলে তৃতীয় স্থানে উঠে এলেন হিটম্যান। অর্থাৎ, এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় প্রথম তিনজনই ভারতীয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, India vs New Zealand, ODI, Rohit Sharma