#মুম্বই: ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্ট (2nd Test) শুরু হল না নির্ধারিত সময়ে৷ এদিকে দলে বাদ গেলেন অজিঙ্ক রাহানে ( Ajinkya Rahane), ইশান্ত শর্মা (Ishant Sharma) , রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷ ইশান্ত বাঁ হাতের কড়ে আঙুল ভেঙে ফেলেছেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের শেষ দিনে এই কাণ্ড ঘটেছে৷ জাদেজা প্রথম টেস্টের সময়েই ফোর আর্মের চোটের জন্য স্ক্যানের জন্য গেছে৷ অন্যদিকে অজিঙ্ক রাহানে বাঁ হাতের হ্যামস্ট্রিংয়ে টানের জন্য এই টেস্টে নেই৷
এদিকে মাঠ ভিজে থাকার কারণে ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্টে (2nd Test) টস (Toss) নির্ধারিত সময়ে হওয়া গেল না৷
NEWS - Injury updates – New Zealand’s Tour of India
Ishant Sharma, Ajinkya Rahane and Ravindra Jadeja ruled out of the 2nd Test. More details here - https://t.co/ui9RXK1Vux #INDvNZ pic.twitter.com/qdWDPp0MIz — BCCI (@BCCI) December 3, 2021
শুক্রবার থেকে ওয়াংখেড়েতে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট (IND vs NZ, 2nd Test) ৷ কিন্তু মুম্বইয়ের আবহাওয়া চিন্তায় রাখছে দু’দলের ক্রিকেটারদের ৷ গত দু’দিন মুম্বইয়ে তুমুল বৃষ্টিতে মাঠে প্র্যাকটিস করা সম্ভব হয়নি ৷ প্রায় বিনা প্র্যাকটিসেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন উইলিয়ামসনরা (India vs New Zealand) ৷
প্রবল বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় দু’দলই মাঠে এসে অনুশীলন বাতিল করে দেয় ৷ ভারতীয় দল অবশ্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন করেছে ৷ কিন্তু নিউজিল্যান্ড দল ইন্ডোরে অনুশীলন করেনি ৷
UPDATE - The next inspection to take place at 10.30 AM.#INDvNZ @Paytm https://t.co/GymzWdhcst
— BCCI (@BCCI) December 3, 2021
বৃষ্টির জন্যই কিছুটা কৌশল বদলাতে পারে দু’দল। যে কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চূড়ান্ত এগারো বেছে নিতে। আবহাওয়ার যা পূর্বাভাস, আজ সকালের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তারপর যত বেলা গড়াবে আবহাওয়ার বদল ঘটবে ৷ দিনভর মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা গোটা দিন জুড়ে নেই ৷ মুম্বইয়ের মেঘলা আকাশে ওয়াংখেড়ের পিচ কেমন আচরণ করে, পেসাররা কতটা সাহায্য পান, সেটাই এখন দেখার৷
ওয়াংখেড়ের লাল মাটির উইকেটে স্পিনাররা যেমন সাহায্য পাবে, তেমন বাউন্সও থাকবে এই উইকেটে। বৃষ্টির জন্য পিচ যথেষ্ট ‘রোল’ করাও হয়েছে কি না, সন্দেহ। এই টেস্টে খেলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs NZ, Indian Cricket Team