IND vs NZ: বুধবার হ্যামিলটনে তৃতীয় টি-টোয়েন্টি, ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি

IND vs NZ: বুধবার হ্যামিলটনে তৃতীয় টি-টোয়েন্টি, ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি
Photo Courtesy: BCCI/Twitter

তৈরি বিশ্বকাপের দল, ইঙ্গিত রাঠোরের

  • Share this:

#হ্যামিলটন: হ্যামিলটনেই সিরিজ জিততে চায় ভারত। আগামিকাল, বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে অনুশীলনে চমক টিম ইন্ডিয়ার।

নতুন সিরিজে, নতুন অনুশীলন। হ্যামিলটনে কোহলিদের অনুশীলনের এই ছবিই এখন ভাইরাল। কিন্তু এই অনুশীলনের নাম কি ? ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের দাবি, দলের ক্যাচ ধরার দক্ষতা বাড়াতেই এই অনুশীলন। কী হবে তৃতীয় ম্যাচের দল। উইনিং কম্বিনেশন হয়তো বজায় থাকবে এই ম্যাচে। সিরিজ জিতেই হয়তো কিউই মাটিতে পরীক্ষা করা হতে পারে ঋষভ পন্থ এবং কুলদীপ যাদবকে। কারণ, মোটামুটি এই দলই অস্ট্রেলিয়া মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে। মঙ্গলবার এই ইঙ্গিতও দিয়েছেন রাঠোর। সবমিলিয়ে তৃতীয় ম্যাচেই সিরিজ সিল করতে চায় টিম ইন্ডিয়া। বিরাট চান গত বছরের হারের বদলা নিতে।

First published: January 28, 2020, 10:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर