ভারত: ২৪২ ও ১২৪ নিউজিল্যান্ড: ২৩৫ ও ১৩২/৩ (৩৬ ওভার) ৭ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
#ক্রাইস্টচার্চ: ভাগ্যিস টি টোয়েন্টি সিরিজটা অন্তত ভারত জিতেছিল...! আজ, সোমবার মাত্র আড়াই দিনে বিরাটদের আরও একটা টেস্ট এবং সিরিজ হারের পর এখন সবার মনে এই কথাটাই আসছে ৷ ওয়ান ডে সিরিজের পর টেস্টেও হোয়াইটওয়াশ কোহলির ভারত ৷
ওয়ান ডে সিরিজ ০-৩-এ হেরেছিলেন বিরাটরা ৷ টেস্ট সিরিজ হারলেন ০-২-তে ৷ প্রায় বিনা লড়াইয়েই ক্রাইস্টচার্চে আত্মসমর্পন টিম ইন্ডিয়ার ৷ ১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটেই অনায়াসে ম্যাচ জিতল নিউজিল্যান্ড ৷ শেষের দিকে পরপর কয়েকটি উইকেট না হারালে হয়তো আরও বেশি উইকেটে ম্যাচ জিতত ব্ল্যাক ক্যাপসরা ৷ মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল দ্বিতীয় টেস্ট।
New Zealand sweep India 2-0!
It's a seven-wicket victory for the @BLACKCAPS and they take all 120 World Test Championship points! #NZvIND pic.twitter.com/VX9Vu6DtWs — ICC (@ICC) March 2, 2020
টেস্টের এই ফলাফল দেখলে কেউ বিশ্বাসই করবে না, যে শামিদের দাপটে প্রথম ইনিংসে সাত রানের লিড ছিল ভারতের। কিন্তু দ্বিতীয় ইনিংসে তার থেকে কোনও ফায়দা তুলতে ব্যর্থ কোহলি ব্রিগেড ৷ ব্যাটে-বলে সবেতেই খারাপ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার ৷ সোমবার সকালে ৬ উইকেটে ৯০ রান নিয়ে শুরু করেছিল ভারত। সেখান থেকে দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। ফলে নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১৩২ রান। মাত্র তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।
১৩২ রানের পুঁজি নিয়ে জেতাটা কঠিনই ছিল ৷ যদিও কোনও লড়াই-ই এদিন সেভাবে করতে ব্যর্থ ভারতীয় বোলাররা ৷ নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম (৫২) এবং টম ব্লান্ডেল (৫৫) প্রথম উইকেটের জুটিতে তোলেন ১০৩ রান ৷ ওখানেই ম্যাচে হার নিশ্চিত হয়ে যায় ভারতের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christchurch Test, Ind vs NZ