ভারত: ২৪২ (৬৩ ওভার)
#ক্রাইস্টচার্চ: হেগলে ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করে উঠতে পারলেন না ভারতীয় ব্যাটসম্যানরা ৷ বেসিন রিজার্ভে প্রথম টেস্টে দুই ইনিংসেই দু’শোর গণ্ডী টপকাতে পারেনি ভারত ৷ ক্রাইস্টচার্চে অবশ্য পৃথ্বী (৫৪), পূজারা (৫৪), হনুমা (৫৫)-দের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ২৪২ রান করল ভারত ৷ তবে নিউজিল্যান্ড সফরে বিরাটের ব্যাটে রানের খরা অব্যাহত ৷ এদিন মাত্র ৩ রান করেই টিম সাউদির শিকার হলেন তিনি ৷ শেষ পাঁচ ইনিংসে ভারত অধিনায়কের ব্যাটে এসেছে ৩, ১৯,২,৯,১৫ রান ৷
বল হাতে ভয়ঙ্কর ফর্মে রয়েছেন জেমিসন ৷ নিউজিল্যান্ড বোলারদের মধ্যে এদিনও সবচেয়ে সফল তিনি ৷ ৪৫ রান দিয়ে ৫ উইকেট নেন জেমিসন ৷ সাউদি এবং বোল্ট পেয়েছেন ২টি করে উইকেট ৷
Pujara Pant Umesh Jamieson has been on after the tea break!#NZvIND pic.twitter.com/eMe6xNgxOA
— ICC (@ICC) February 29, 2020
হ্যামিলটনের প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল ৷ প্রথম টেস্ট হারলেও ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই। শুক্রবার টেস্ট শুরুর আগের দিন এমনটাই জানিয়েছিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। প্রথম টেস্টে ১০-উইকেটে কিউইদের কাছে হার স্বীকার করতে বাধ্য হয়েছে বিরাট বাহিনী। সেই পরাজয়ের প্রভাবে কিছুটা হতাশাও প্রকাশ করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, "একটা হারের পর এত সমালোচনা হলে, আমাদের কিছু করার নেই।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs NZ, Virat Kohli