হোম /খবর /খেলা /
ডু অর ডাই ম্যাচে টস হারলেন হার্দিক পান্ডিয়া, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

India vs New Zealand: ডু অর ডাই ম্যাচে টস হারলেন হার্দিক পান্ডিয়া, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ। প্রথম ম্যাচ হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। লখনউয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

  • Share this:

লখনউ: একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু টি-২০ সিরিজের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ফলে লখনউতে দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই। অপরদিকে, কিউইদের কাছে সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল ভারতীয় দলে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মিচেল স্যান্টনার।

রাঁচির উইকেট বুঝতে একটু সমস্যা হয়েছিল দুই অধিনায়কের। শিশির সমস্যা খুব একটা সমস্যা হয়নি। তারউপর বল টার্নও করছিল। আর প্রথম ম্যাচেও স্যান্টনার টস হারলেও জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন, টস জিতলে ব্যাটিং করাই পছন্দ করতেন তিনি। কারণ টি-২০ ক্রিকেটে প্রথমে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখতেই পছন্দ করেন কিউই অধিনায়ক। সেই একই কারণে দ্বিতীয় ম্যাচে টস জিততেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলই তাদের প্রথম ম্যাচের একই একাদশ খেলাচ্ছেন।

এক নজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তে ভারতের প্রথম একাদশ: শুভমন গিল, ইশান কিষাণ, রাহুল ত্রীপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, কুলদীপ যাদব।

এক নজরে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্ক চাম্পম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রাসওয়েল, মিচেল সান্টনার (অধিনায়ক), ইশ সোধি. জেকব ডাফি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।

Published by:Sudip Paul
First published:

Tags: Hardik Pandya, India vs New Zealand, New Zealand, T20