Home /News /sports /
অধিনায়ক হিসেবে ওয়ান ডে-তে জয়ের রেকর্ড গড়লেন বিরাট

অধিনায়ক হিসেবে ওয়ান ডে-তে জয়ের রেকর্ড গড়লেন বিরাট

Photo Source: BCCI

Photo Source: BCCI

কোহলির নেতৃত্বে ৫০টা ওয়ান ডে ম্যাচের মধ্যে ৩৯টা ম্যাচই জিতেছে ভারত ৷

 • Share this:

  #নটিংহ্যাম: ইংল্যান্ড সফরে ভারতের বিজয়রথ থামানো যাচ্ছে না ৷ টি২০ সিরিজের পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও বৃহস্পতিবার দুর্দান্ত জয় পেয়েছে ভারত ৷ ওই ম্যাচ আবার ছিল বিরাটের অধিনায়কত্বে ৫০তম ম্যাচ ৷ অধিনায়ক হিসেবে বিরাটের রেকর্ড যথেষ্ট ভাল ৷ দেখতে দেখতে ৫০টা ওয়ান ডে-তেও অধিনায়কত্ব করা হয়ে গেল কোহলির ৷ জয়ের রেকর্ড তাঁর ৭৭.৫৫ শতাংশ ৷ যা এককথায় অসাধারণ ৷

  আরও পড়ুন-কুলদীপের ৬ উইকেটের পর রোহিতের সেঞ্চুরি, নটিংহ্যামে সহজ জয় ভারতের

  কোহলির নেতৃত্বে ৫০টা ওয়ান ডে ম্যাচের মধ্যে ৩৯টা ম্যাচই জিতেছে ভারত ৷ এই রেকর্ড এর আগে ছিল প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের ৷ ২০১৭ সালের জানুয়ারিতে মহেন্দ্র সিং ধোনির জায়গায় ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন বিরাট ৷ দেড় বছরের মধ্যেই ৫০টা ওয়ান ডে-তে অধিনায়কত্ব করা হয়ে গেল কিং কোহলির ৷

  First published:

  Tags: 50th Match, England, India, Nottingham, ODI Captain, Virat Kohli

  পরবর্তী খবর