হোম /খবর /খেলা /
India vs England 3rd T20I: টস হেরে প্রথমে ব্যাট করবে ভারত, দলে ফিরলেন রোহিত

India vs England 3rd T20I: টস হেরে ফাঁকা মাঠে প্রথমে ব্যাট করবে ভারত, দলে ফিরলেন রোহিত

India vs England 3rd T20I toss report

India vs England 3rd T20I toss report

মোতেরায় টস জিতলেন ইয়ন মর্গ্যান (Eoin Morgan)৷ বিরাট কোহলির (Virat Kohli) ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন তিনি৷

  • Last Updated :
  • Share this:

#আহমেদাবাদ: মোতেরায় টস জিতলেন ইয়ন মর্গ্যান (Eoin Morgan)৷ বিরাট কোহলির (Virat Kohli) ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন তিনি৷ প্রথম ম্যাচে আট উইকেটে হেরে সিরিজ শুরু করতে হয়েছে কোহলি অ্যান্ড কোংকে৷ কিন্তু দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতে দুরন্ত প্রত্যাবর্তনে সিরিজ ১-১ করেছে ভারত৷ আজ মোতেরায় জয়ের রাস্তাতেই থাকার চেষ্টা করবে ভারত৷ অন্যদিকে মর্গ্যানরাও চাইবে সিরিজে ফিরে আসতে৷

প্রথম দু'টি টি-২০ ম্যাচে মাঠে করোনা বিধি মেনে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলারই অনুমোদন দিয়েছিল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ও দ্বিতীয় টি-২০ ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন যথাক্রমে ৬৭,৫৩২ ও ৬৬ হাজারের সামান্য বেশি দর্শক৷ কিন্তু আজ ও সিরিজের শেষ দু'টি টি-২০ ম্যাচ হবে ক্লোজড-ডোর৷ দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ফের বাড়ায় মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন৷

নিন আজ দু'দলের প্রথম একাদশে কারা খেলছেন:

ভারত: কেএল রাহুল (KL Rahul), রোহিত শর্মা (R Sharma), ঈশান কিষাণ (I Kishan), বিরাট কোহলি (V Kohli), শ্রেয়স আয়ার (S Iyer), ঋষভ পন্থ (R Pant), হার্দিক পাণ্ডিয়া (H Pandya), ওয়াশিংটন সুন্দর (W Sundar), ভুবনেশ্বর কুমার (B Kumar), শার্দুল ঠাকুর (S Thakur), ও যুজবেন্দ্র চাহাল (Y Chahal)৷

গত ম্যাচে আন্তর্জাতিক অভিষেক করেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব৷ অভিষেকেই নিজের ছাপ রাখেন ঈশান কিষাণ৷ গত ম্যাচে ফিফটি করার পুরস্কার পেলেন তিনি৷ এই ম্যাচেও তাঁকে নিয়ে দল করল ভারত৷ অন্যদিকে দলে ফিরলেন হিটম্যান রোহিত শর্মা৷

ইংল্যান্ড: জেসন রয় (J Roy), জোস বাটলার (J Buttler), ডি মালান (D Malan), জনি বেয়ারস্টে (J Bairstow), ইয়ন মর্গ্যান (E Morgan), বেন স্টোকস (B Stokes), স্যাম কারান (S Curran), মার্ক উড (Mark Wood), জোফ্রা আর্চার (J Archer), সি জর্ডন (C Jordan), এ রশিদ (A Rashid)৷ (টম কারানের বদলে মার্ক উড)

Published by:Subhapam Saha
First published:

Tags: India vs england