#ইনদওর: ভারতীয় পেস আক্রমণ ভয়ঙ্কর। ব্যক্তিগত রেকর্ডকে দূরে ঠেলে শামি-ইশান্ত-উমেশের পাশেই রবিচন্দ্রণ অশ্বিন। ইনদওরে প্রথম দিনের শেষে অশ্বিনও অবাক টস জিতে বাংলাদেশের ব্যাটিং করার সিদ্ধান্তে।
বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক আউটের পরেই ইনদওরের হোলকার স্টেডিয়ামে শুরু হয় গবেষণা। কী বলা যায় রবিচন্দ্রণ অশ্বিনের সেই ডেলিভারিকে ? বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্ব ক্রিকেটকে এক নতুন ডেলিভারি উপহার দিলেন ভারতীয় স্পিনার। আন্ডারকাটার। ভিন্ন গ্রিপে বল করে বাংলাদেশ অধিনায়ককে আউট করেন অশ্বিন। তবে ম্যাচ শেষে তিন পেসারের প্রশংসায় ভারতীয় স্পিনার ৷ তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ঘরের মাঠে ২৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন ৷ এর আগে এই নজির গড়েছিলেন অনিল কুম্বলে এবং হরভজন সিং ৷
যে পিচে বাংলাদেশ টলে গিয়েছে, সেই পিচে অপরাজিত ৭২ রানের পার্টনারশিপ মায়াঙ্ক ও পূজারার। অশ্বিনের দাবি, এই পিচে ৪০০ রান তুলতে পারলে ভারতকে হয়তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নাও নামতে হতে পারে।