#নাগপুর: ম্যাচ যার সিরিজ তার। এই ক্যাচলাইন নিয়ে আগামিকাল, রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত-বাংলাদেশ। নাগপুরে ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটাই অনুরোধ, ঋষভকে একা ছেড়ে দিন।
কোটলায় বাংলাদেশের জয়। রাজকোটে সাইক্লোন রোহিত। এসবকে ছাপিয়ে নাগপুরে আলোচনায় একজনই, তিনি ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থ। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে এখনও পর্যন্ত চর্চায় তাঁর নাম। ইতিমধ্যেই দুই প্রাক্তন অ্যাডাম গিলক্রিস্ট এবং কুমার সঙ্গকারা পরামর্শ দিয়েছেন ঋষভকে। সিরিজের ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক রোহিত শর্মাও অনুরোধ করছেন, ঋষভকে একা থাকতে দেওয়ার জন্য।
আইসিসি প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের শহরে শেষ ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক রোহিতের ইঙ্গিত, শিবম দুবের জায়গায় দলে আসতে পারেন সঞ্জু স্যামসন। এদিকে বাংলাদেশও তৈরি ভারতের মাটিতে প্রথম সিরিজ জয়ের জন্য। রাজকোটের খারাপ দিন ভুলতে চায় বাংলাদেশ দল। মোদাশেকের বদলে নাগপুরে খেলতে পারেন মহম্মদ মিঠুন।