বাংলাদেশ: ১৫৩/৬ (২০ ওভার)
#রাজকোট: রাজকোটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং মহম্মদ নইম ৷ শেষপর্যন্ত ২৯ রান করে লিটন দাস রান আউট হতেই রানের গতি কমে যায় বাংলাদেশের ৷ মহম্মদ নইম (৩৬), সৌম্য সরকার (৩০), অধিনায়ক মাহমুদুল্লাহ (৩০), রান পেয়েছেন প্রত্যেকেই ৷ ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল যুজবেন্দ্র চাহাল ৷ ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি ৷ ১টি করে উইকেট চাহার, আহমেদ এবং ওয়াশিংটনের ঝুলিতে ৷
Innings Break!
Two for Chahal as Bangladesh post a total of 153/6 on the board. Will #TeamIndia chase this down?Live - https://t.co/skySZewy1g #INDvBAN pic.twitter.com/klNoA8DfiN— BCCI (@BCCI) November 7, 2019