corona virus btn
corona virus btn
Loading

হায়দরাবাদে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও দর্শকদের আনন্দ দিলেন ধোনি-কোহলিরা

হায়দরাবাদে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও দর্শকদের আনন্দ দিলেন ধোনি-কোহলিরা
Photo: Twitter

অক্টোবর মাস পড়ে গেলেও ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে ৷

  • Share this:

#হায়দরাবাদ: অক্টোবর মাস পড়ে গেলেও ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে ৷ হায়দরাবাদে শুক্রবার শেষ ম্যাচে বৃষ্টির জন্য এক বলও খেলা সম্ভব হয়নি ৷ ভারত-অস্ট্রেলিয়া দু’দল নিজেদের মধ্যে শেষপর্যন্ত ট্রফি ভাগাভাগি করে নিতেই বাধ্য হয় ৷

উপ্পলে এদিন খেলা দেখতে এসেছিলেন প্রায় ৩০ হাজার জন সমর্থক ৷ তাদের মাঠে আসাটা অবশ্য পুরোপুরি বিফলে যায়নি ৷ মাঠের গ্রাউন্ডসম্যানরা যখন ভিজে আউটফিল্ড শুকোনোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন ৷ তখন বিরাট-ধোনিদের ফুটবল স্কিল দেখল উপ্পল ৷ প্র্যাকটিসের মতোই মাঠে এদিন ফুটবল খেলেন বিরাটরা ৷ পাশাপাশি একটা দারুণ সারপ্রাইজ উপহার দিলেন মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ দু’জনেই নেমে পড়লেন বাঁ-হাতে ব্যাটিংয়ের খেলায় ৷ বাঁ হাতে ব্যাট করে কে ক’টা ছক্কা মারতে পারে, সেই প্রতিযোগিতা চলল কিছুক্ষণ। এই দৃশ্য দেখে খুশি দর্শকরাও ৷

First published: October 14, 2017, 7:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर