#সিডনি: ফের একবার স্ক্যানারের নিচে ঋষভ পন্থ৷ ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান চূড়ান্ত সমালোচিত৷ বৃহস্পতিবার সিডনিতে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট৷ উইকেটের পিছনে পন্থের তথৈবচ পারফরম্যান্স দেখে অসন্তুষ্ট ও হতাশ স্বয়ং তাঁর আইপিএল কোচ রিকি পন্টিং৷ বিশ্বকাপ জয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলেই দিলেন কিপিং নিয়ে অনেক খাটতে হবে পন্থকে৷
এদিন পন্থ অভিষেককারী অজি ওপেনার উইল পুকোভস্কির সহজ ক্যাচ একবার নয়, দু'দুবার হাতছাড়া করলেন৷ তাও তিন ওভারের মধ্যেই৷ আইপিএলে দিল্লি ক্যাপিটালসে পন্টিং আর পন্থের সম্পর্ক গুরু-শিষ্যের মতো৷ কিন্তু আজ শিষ্যকে দু'কথা শোনাতে ছাড়লেন না কিংবদন্তি পন্টিং৷ ক্রিকেটডটকমডটএইউ-তে তিনি বলছেন, "পন্থের ওই দু'টো ক্যাচ নেওয়া উচিত ছিল৷ এটা অত্যন্ত পরিষ্কার৷ আমি নিশ্চিত যে, ওই ক্যাচ দু'টো মিস করে ওর কত'টা খারাপ লেগেছে৷ ঋষভকে ওর কিপিং নিয়ে অনেক খাটাখাটনি করতে হবে৷ ও ভাগ্যবান যে, পুকোভস্কি আজ সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করেনি৷ ঋষভকে কিন্তু ওর কিপিং নিয়ে বরাবর ভাবতে হবে৷ টেস্ট অভিষেকের পর থেকে বিশ্বের কোনও কিপার ঋষভের চেয়ে বেশি ক্যাচ মিস করেনি৷ এটাই বুঝিয়ে দেয় ওকে কিপিং নিয়ে কতটা কাজ করতে হবে৷"
পন্থের ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং নিয়ে কথা হয়েই চলেছে৷ তবুও টিম ম্যানেজমেন্টের আস্থা পন্থের ওপরেই৷ যদিও ঋদ্ধিমান সাহা রিজার্ভেই আছেন৷ এদিন ম্যাচের শেষে বলা যায়, দিনটা রইল অস্ট্রেলিয়ার। প্রথম দিনের শেষে এখনই চালকের আসনে বলা না গেলেও যথেষ্ট শক্ত জমির ওপর দাঁড়িয়ে টিম পেইনরা। নিজের ঘরের মাঠে স্টিভ স্মিথ মরিয়া থাকবেন বড় রান করে সমালোচনার জবাব ব্যাট দিয়ে দিতে। ভারতের প্রথম লক্ষ্যই হবে দ্বিতীয় দিনে সকালের প্রথম সেশনে এই দুটো উইকেট (মার্নাস লাবুশানে ৬৭ ও স্মিথ ৩১) তুলে নেওয়া।