মুম্বই: একদিকে যখন মাত্র ১৮৯ রান তাড়া করতে নেমে প্রবল চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। সেখান থেকে কেএলরাহুল ৭৫ রান ও রবীন্দ্র জাদেজার ৪৫ রানের ইনিংসে ভর করে জয় পেল টিম ইন্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত। অপরদিকে, পারিবারিক বিয়ের অনুষ্ঠানে বিন্দাস মুডে পাওয়া গেল অধিনায়ক রোহিত শর্মাকে। স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে তুমুল নাচলেন হিটম্যান। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দলকে নেতৃত্বে দিয়েছিলেন রোহিত শর্মা। একদিনের সিরিজে প্রথম ম্যাচ থেকে আগেই ছুটি নিয়েছিলেন তিনি। শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই ছুটি। আর সেই বিয়ের অনুষ্ঠানেই নাচতে দেখা গেল রোহিত শর্মাকে। স্ত্রী রীতিকাকে সঙ্গে নিয়ে শ্যালকের বিয়ের অনুষ্ঠান একাই মাতিয়ে দিলেন রোহিত শর্মা। রোহিতের মঞ্চ মাতানোর ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। অন্য অবতারে ভারত অধিনায়কের ভিডিও পছন্দ করেছেন নেটিজেনরা।
Rohit Sharma with his wife Ritika Sajdeh dancing his brother-in-law marriage - What a beautiful video! pic.twitter.com/y2Ec1NnF1f
— CricketMAN2 (@ImTanujSingh) March 17, 2023
আরও পড়ুনঃ প্রবল চাপের মুহূর্তে ম্যাচ উইনিং ইনিংস, সমালোচকদের ব্যাটে জবাব দিয়ে কামব্যাক কেএল রাহুলের
প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হার্দিক পান্ডিয়া। মহম্মদ শামি-মহম্মদ সিরাজের পেস অ্যাটাক ও রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবের স্পিনের ভেলকির সামনে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান কেএল রাহুল অনবদ্য ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাজেদা ও হার্দিক পান্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত। দ্বিতীয় ম্যাচে দলে ফিরছেন রোহিত শর্মা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Marriage, Rohit Sharma, Viral Video