Home /News /sports /
স্মিথ-ওয়ার্নারদের জন্য ছক তৈরি শামির

স্মিথ-ওয়ার্নারদের জন্য ছক তৈরি শামির

File Photo

File Photo

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বিশ্রাম পেয়ে চনমনে বাংলার পেসার।

 • Share this:

  #কলকাতা: লক্ষ্মণ থেকে সৌরভ। অজিদের বিরুদ্ধে বিরাটদেরই ফেভারিট ধরছেন প্রাক্তনরা। তবে ভিভিএসের মত স্কোরলাইনের ভবিষ্যদ্বাণীতে নারাজ মহারাজ। স্মিথদের হোয়াইটওয়াশেরও কোনও সম্ভাবনা দেখছেন না সৌরভ। বিশ্বকাপের আগে অশ্বিন, জাডেজাদের বিশ্রাম দেওয়াকে সমর্থন প্রাক্তন অধিনায়কের। এদিকে ওয়ার্নারদের জন্য বিশেষ প্ল্যান তৈরি শামির। জোর দিচ্ছেন ম্যাচ সিচ্যুয়েশনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বিশ্রাম পেয়ে চনমনে বাংলার পেসার। অজিদের বিরুদ্ধে উজাড় করে দিতে চান একশো শতাংশ।

  ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন শামি। কারণ বাংলার ক্রিকেটার হয়েও এখনও পর্যন্ত ইডেনে কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি শামি ৷ আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার ঠিক পরেই শামির সেই আশা পূরণ হতে চলেছে ৷

  সিরিজের দ্বিতীয় ওয়ান ডে হবে কলকাতায় ৷  ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে শামি বলেছেন, ‘‘নিজের ঘরের মাঠে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলাটা গর্বের বিষয়। ২১ সেপ্টেম্বরের অপেক্ষায় রয়েছি যেদিন দেশের হয়ে ইডেনে ওয়ান ডে খেলতে নামব। অস্ট্রেলিয়া শক্তিশালী দল। এটা বলা কখনও সম্ভব নয় যে আমরা জিতবই। কিন্তু সিরিজে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। পরিস্থিতি কী থাকবে সেটাই আসল।’’

  ভারত সফরে পাঁচটি একদিনের ম্যাচের পাশাপাশি তিনটি টি২০ ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া ৷‘

  First published:

  Tags: Australia, Cricket, Eden Gardens, India, Mohammad Shami, Sourav Ganguly

  পরবর্তী খবর