#মেলবোর্ন : অনবদ্য মহেন্দ্র সিং ধোনি ৷ মেলবোর্নে ইতিহাস তৈরি করল ভারত ৷ এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জিতল ভারত ৷ যে মাহির বিশ্বকাপ খেলা নিয়ে অনেক সন্দেহ, অনেক প্রশ্ন ছিল তাদের একেবারে মুখে কুলুপ করে দিলেন ৷
3rd ODI তে মাহির ব্যাট থেকে এল দায়িত্বশীল ৮৭ ৷ ১১৪ বলে এই রান করেন তিনি ৷ এদিন ৬ টি চার মারেন ৷ এদিন দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি আরও একটা নজির গড়েন তিনি ৷ অস্ট্রেলিয়ার মাটিতে ১০০০ রান ক্লাবে ঢোকেন তিনি ৷
আরও পড়ুন - India vs Australia: মাহি-কেদারের ব্যাটে মেলবোর্নে নতুন ইতিহাস ভারতের
এর আগে অস্ট্রেলিয়াতে ১০০০ রান করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা ৷ এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ধোনি ৷ পাশাপাশি আন্তর্জাতিক কেরিয়ারে ২৬ হাজার রান করে ফেললেন তিনি ৷