• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ধোনির পাড়ায় পাপালি ধামাকা !

ধোনির পাড়ায় পাপালি ধামাকা !

Photo : Twitter

Photo : Twitter

পূর্বসূরির শহরে ব্যাট হাতে রাজ উত্তরসূরির।

 • Share this:

  #রাঁচি: পূর্বসূরির শহরে ব্যাট হাতে রাজ উত্তরসূরির। ধোনির পাড়ায় পাপালি ধামাকা। রাঁচিতে টেস্ট কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করলেন ঋদ্ধিমান সাহা। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের পর অস্ট্রেলিয়া। বিশ্বের দ্বিতীয় টেস্ট খেলিয়ে দলের বিরুদ্ধে সর্বোচ্চ ১১৭ করেছেন বঙ্গসন্তান। শুধু সেঞ্চুরি নয়, চাপের মুখ থেকে পূজারাকে যোগ্য সঙ্গত দিয়ে দলকে নিয়ে গেলেন অ্যাডভান্টেজ মুডে।

  ইরানি ট্রফিতে পূজারাকে সঙ্গী করে অবশিষ্ট ভারতকে জিতিয়েছিলেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হলেও পাঁচদিনের ক্রিকেটে ঋদ্ধির পুর্নজন্ম হয় ধোনির অবসরের পর। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ইনিংসে জোড়া হাফসেঞ্চুরি এনে দিয়েছিলন প্রথম সেরার পূরস্কার। তারপর বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান।

  উইকেটের পিছনে সুপারম্যানের ভূমিকায় মাঝ্যেমধ্যেই অবতীর্ন হচ্ছেন ঋদ্ধিমান। সিরিজে দুটি উড়ন্ত ক্যাচ ইতিমধ্যেই পাপালিকে নিয়ে গিয়েছে কিপারদের সেরার তালিকায়। এবার অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে সেঞ্চুরি, পাপালিকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। তবে এখানেই থামতে চান না বঙ্গকিপার। নিজের সাফল্য নয়, দলের সাফল্যে বেশি খুশি ঋদ্ধিমান।

  First published: